December 23, 2024

প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ কমতেই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের উহান শহর খুলে দেওয়া হচ্ছে

1 min read

প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ কমতেই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের উহান শহর খুলে দেওয়া হচ্ছে

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের উহান শহর থেকে প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ কমতেই শহরকে খুলে দেওয়া হচ্ছে।

প্রায় ২ মাস বন্ধ থাকার পর শহরটি আবার স্বাভাবিক রূপ ফিরে পেতে চলেছে। চিনের হুপেই প্রদেশের উহান শহরটিতে প্রায় ১ কোটি মানুষের বসবাস রয়েছে। করোনার প্রকোপ বাড়তেই, শহরে লোকজনের চলাচলের পাশাপাশি দৈনিন্দিন জীবনযাত্রার সকল কিছুতেই কঠোরভাবে সীমাবদ্ধতা লাগু করা হয়েছিল।বন্ধ করে দেওয়া হয়েছিল উহান শহরের বাস ও ট্যাক্সি সার্ভিস। একমাত্র নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ ছিল। এবারে বাইরে থেকে লোকজন উহান শহরে প্রবেশ করতে পারবে।

তবে, সেই জন্য তাদেরকে সবুজ কোডের মোবাইল অ্যাপ্লিকেশন দেখাতে হবে। যা প্রমাণ করবে, ওই ব্যক্তি সুস্থ। তবে কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, শহর থেকে বের হওয়ার ওপর আগামী ৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। ওই দিন উহানের বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য খুলে দেওয়া হতে পারে বলে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *