December 23, 2024

করোনা ভাইরাস মোকাবিলায় হত দরিদ্রদের পাশে পুলিশ ও পৌরসভা-

1 min read

করোনা ভাইরাস মোকাবিলায় হত দরিদ্রদের পাশে পুলিশ ও পৌরসভা-

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–দীন আনা দীন খাওয়া গরীব মানুষদের পাশে দাড়াতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা ও কালিয়াগঞ্জ পৌর সভা ব্যৌথ ভাবে।শনিবার কালিয়াগঞ্জের ৩নং ওয়ার্ড মুশহড় পাড়ায় ১৮৬ জন হত দরিদ্র গরীব মানুষদের ৪কেজি চাল,২ কেজি আলু ও ১কেজি করে ডাল দিয়ে পুলিশ ও পৌরসভা অভিনব উদ্যোগ গ্রহণ করে।

এদিন কালিয়াগঞ্জ থানার আইসি আশিষ দলুই সহ থানার অন্যান পুলিশ কর্মীরা। আই সি আশীষ দলুই বলেন করোনা ভাইরাসের কারনে দরিদ্র মানুষজন কোন কাজ করবার সুযোগ না পাওয়ায় তাদের প্রতিদিন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।আমাদের সামর্থ অনুযায়ী যত টুকু সম্ভব দিয়েছি কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন প্রচন্ড সমস্যার মধ্যে করোনা ভাইরাস সবাইকে চরম সমস্যার মধ্যে ফেলে দিয়েছে।সবাইকেই এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন।চাল,ডাল ও আলু সামগ্রী পেয়ে খুশি এলাকার গরীব মানুষেরা।এলাকাবাসী সুবীর রাউৎ,মনোজ রাউৎ বলেন কিভাবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ চলবো জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *