December 22, 2024

করোনা মোকাবিলায় লড়ছে দক্ষিণ দিনাজপুর।পথ হাঁটতে হবে আরও

1 min read

করোনা মোকাবিলায় লড়ছে দক্ষিণ দিনাজপুর।পথ হাঁটতে হবে আরও

তুহিন শুভ্র মন্ডল করোনা ভাইরাস।তার মোকাবিলায় পৃথিবীর সাথে দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার পদক্ষেপ নেওয়া হয়েছে।গতকাল বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছিল লকডাউন।সূত্র মারফত কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুসারে লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে আগামী একত্রিশ মার্চ অবধি।গতকাল লক ডাউনের পর থেকে আশা করা গিয়েছিল যে মানুষ সর্বতোভাবে সাড়া দেবে।কিন্ত না।বালুরঘাট সহ জেলায় রাস্তায়,চায়ের দোকানে , মোড়ের মাথায় জটলা ছিলই।হাট গুলো এখনও পুরো বন্ধ হয়নি।মানুষের মধ্যে এখনও চূড়ান্ত অসচেতনতা। তাই দাবী উঠতে থাকে প্রশাসনিক কড়া পদক্ষেপের।

     ছবি- অমিত মোহান্ত

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলা মৃখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে জেলাবাসীদের জন্য বিবৃতি দিয়েছেন বারবার।জেলাশাসক নিখিল নির্মল প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন।জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সাংবাদিক দের জানিয়েছেন লক ডাউন না মানলে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা।কিন্ত তবু মানুষ সংযত হয়নি।জেলার বাইরে থেকে বিভিন্ন রাজ্য ও দেশ থেকে যারা এসেছেন তাদের চিকিৎসা নিয়ে নানান উদ্বেগ দেখা দিয়েছে মানুষের মধ্যে।আজ দুপুরে সেই জন্য গ্রিভেন্স রিড্রেসাল সেল খুলেছে জেলা স্বাস্থ্য দফতর।সরকারী হেল্পলাইনের সাথে সাথে দিশারী সংকল্পের উদ্যোগে গঠিত দিশারী সংকল্প করোনা হেল্পলাইনেও প্রচুর মানুষ উদ্বেগের কথা জানিয়েছেন।চেষ্টা হয়েছে এই জরুরী সময়ে স্বাস্থ্য দপ্তর, পুলিশ ও প্রশাসনের সাথে যদি সমন্বয় সাধন করা যায়।সোস্যাল মিডিয়াতেও মুহুর্মুহু সচেতনতা পোস্ট।তাদেরই একজন সুতপা দাশগুপ্ত যা লিখেছেন তার ভাবার্থ করলে দাঁড়ায়, বন্যার সময় যেভাবে রুখে দিয়েছিলাম আমরা সমবেত ভাবে।এবারও রুখবো আমরা সমবেত ভাবে আলাদা আলাদা বাড়িতে থেকে।তবে সাধারণ মানুষের আরও সচেতন হতে হবে।শহর এবং গ্রামেও।করোনা মোকাবিলায় আরও পথ হাঁটতে হবে দক্ষিণদিনাজপুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *