করোনা সংক্রমণের আতঙ্কে দিশেহারা উত্তর দিনাজপুর জেলাবাসী।
1 min readকরোনা সংক্রমণের আতঙ্কে দিশেহারা উত্তর দিনাজপুর জেলাবাসী।
করোনা সংক্রমণের আতঙ্কে দিশেহারা উত্তর দিনাজপুর জেলাবাসী। সমগ্র উত্তর দিনাজপুর জেলাকে পাঁচদিনের জন্য লক ডাউন ঘোষনা করেছে রাজ্য প্রশাসন।বাইরে থেকে অচেনা লোক দেখলেই আতঙ্ক ছড়াচ্ছে। এমনই ১০-১২ জন অচেনা যুবককে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে একটি প্রাইভেট গাড়ি থেকে নামতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষনাৎ ” সত্যজিৎ ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সেখানেই আটকে দেয়। এরপর তাদের শারীরিক পরীক্ষা করাতে পাহাড়া দিয়ে নিয়ে যাওয়া হয়
রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, ১০-১২ জনের এই যুবক দল ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজে গিয়েছিল। এদের সকলেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের গ্রামগুলিতে। যদিও ওই যুবকেরা জানিয়েছে তারা কলকাতা থেকে ফিরেছেন।” সত্যজিৎ ” নামের ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অজয় সাহা বলেন, এই যুবকেরা ব্যাঙ্গালোর থেকে জেলায় ফিরে এসেছে,
কিন্তু কোনও চেকআপ করেনি তারা। তাদের শরীরে করোনা ভাইরাসের জীবানু আছে কিনা তা জানা নেই। এদের শারীরিক পরীক্ষা না করে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় ঘোরাফেরা করলে সংক্রমণের আশঙ্কা থেকে যাবে। আর সেকারনেই এই যুবকদলটিকে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।