করোনা রোধে স্কুলের কচিকাঁচাড়াও রাস্তায় নেমে দুস্থদের মধ্যে মাস্ক বিলি করলো-
1 min readকরোনা রোধে স্কুলের কচিকাঁচাড়াও রাস্তায় নেমে দুস্থদের মধ্যে মাস্ক বিলি করলো-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ*উত্তর দিনাজপুর)–শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের গুপ্ত পাড়া মোড়ে করোনা ভাইরাসকে সামনে রেখে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক সৌগত চক্রবর্তীর উদ্দ্যোগে
পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর কচিকাঁচারা করোনার গুরুত্ব বিবেচনা করে গুপ্তপাড়া মোড়ে প্রায় দুই শতাধিক এলাকার দুস্থ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করে অভিনবত্ত্বের দাবি রাখে।শিক্ষক সৌগত চক্রবর্তী বলেন
ছাত্রছাত্রীদের দিয়ে দুস্থদের মধ্যে মাস্ক বিলি করবার মধ্য দিয়ে একসাথে দুটি লক্ষ পূরণ করা যেতে পারে।প্রথমটি হচ্ছে কচিকাঁচাঁদের কাছেও করোনা সম্পর্কে তার ভয়াবহতা সম্পর্কে সম্যক ধারণা
এবং দ্বিতীয়ত সমাজ সচেতনতা কি ভাবে করা হয় তার ধারণা।আজকের বিদ্যালয়ের কচিকাঁচদের দ্বারা দুস্থ ব্যক্তিদের মধ্যে মাস্ক বিলি সাধারণ মানুষেরা এই ঘটনায় অভিনন্দন জানান বলে জানা যায়।