উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেনের উদ্যোগে পাকা রাস্তার কাজের সূচনা
1 min readউত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেনের উদ্যোগে পাকা রাস্তার কাজের সূচনা
এলাকার উন্নয়নে বদ্ধপরিকর’ উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। তাই তারই উদ্যোগে পাকা রাস্তার কাজের সূচনা করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লকের ছয়ঘোরা অঞ্জলের শহরপুর,মুলাহাট এলাকায়, জেলা পরিষদের প্রায় ১৬ লাখ কিছু বেশি অথে’ সাতশো মিটার পাকা রাস্তার আনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা করেন জেলা পরিষদের কম’ধক্য মোশারফ হোসেন।
এদিন কম’ধক্য মোশারফ হোসেন বলেন দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা টি বেহাল দশা হয়ে পরে ছিল, সাধারণ মানুষের দুর ভোগের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ১৬লাখ কিছু টাকায় রাস্তার কাজ শুরু করা হলো আজকে। এদিন ছয়ঘোরা পঞ্চায়েত এলাকায় উৎবোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পঞ্চায়েত প্রধান নাসরিন বানু, উপ প্রধান রীতা মুদি, অঞ্জল তৃণমূল কংগ্রেস সভাপতি আইনাল হক, অঞ্জল কনভেনার ইমানুর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য রুমা পারভিন মন্ডল, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আলি হুসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।