December 23, 2024

করোনা পরিস্থিতির মোকাবিলায় দক্ষিণ দিনাজপুরে জেলাশাসক, মূখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রেস মিট-

1 min read

করোনা পরিস্থিতির মোকাবিলায় দক্ষিণ দিনাজপুরে জেলাশাসক, মূখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রেস মিট-

তুহিন শুভ্র মন্ডল-বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর–বুধবার দক্ষিণ দিনাজপুরে করোনা উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক নিখিল নির্মল ও জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে।সাংবাদিক সম্মেলনে জানান করোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে।স্বাস্থ্য দফতরের বিভিন্ন আধিকারিক, ডাক্তার দের নিয়ে ইতিমধ্যেই মিটিং হয়েছে। এছাড়াও সি ডি এস সেন্টার বন্ধ থাকলেও বাড়ি বাড়ি রেশন পৌছানোর কাজ চলছে

হিলি এক্সপোটার্স এসোসিয়েশনের সাথে বসে আমরা জেলা প্রশাসন ব্যাপক সতর্কতা নিয়েছে বলে জেলা শাসক নিখিল নির্মল জানান।ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানায় হ্যান্ড স্যানিটাইজার পৌছানোর জন্য তা দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তকে।বিভিন্ন দেশ ও রাজ্য থেকে ইতিমধ্যেই পঁচিশ জন ব্যক্তিকে বালুরঘাটে হোম আই সোলেশনে রাখা হয়েছে।।যাদের মধ্যে ম্যাঙ্গালুরুর-৮ জন,ভুবনেশ্বরের-৯ জন,কেরালার-৩জন ফিলিপিন্সের-২জন এবং বাংলাদেশি-৩ জন রয়েছে।জেলাশাসক নিখিল নির্মল জানান ‘

করোনা পরিস্থিতি মোকাবিলায় আমরা সমস্ত ধরণের পদক্ষেপ নিয়েছি।’ জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে বলেন- ‘ কোন রকম আতঙ্ক ও গুজব না ছড়িয়ে যথার্থ সচেতনতায় ও সতর্কতায় করোনার সমস্যাকে মোকাবিলা করতে পারা যাবে।আমরা প্রচার- সচেতনতার উপকরণ বিভিন্ন জায়গায় দিয়েছি ও পাঠাচ্ছি।’প্রেস মিটে সাংবাদিকদের জেলা শাসক নিখিল নির্মল বলেন এই সমস্যা মোকাবিলায় সাংবাদিকদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে।আমরা চাই দক্ষিণ দিনাজপুর জেলায় সবার সহযোগিতায় এই সমস্যার মোকাবিলা আমরা করতে পারবো এই বিশ্বাস আমাদের জেলা প্রশাসনের আছে।অযথা আতঙ্কের কোন কারন নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *