প্রতীতির সাহিত্য আসরে গ্রাম্য জীবনে হাটের প্রভাব নিয়ে আলোচনা
1 min readপ্রতীতির সাহিত্য আসরে গ্রাম্য জীবনে হাটের প্রভাব নিয়ে আলোচনা
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)––রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংস্থাপ্রতীতির ৪৩ তম বর্ষের নবম অধিবেশন বসে ধনকোলের বিশিষ্ট নদী ও প্রত্নতাত্বিক অনুসন্ধানী ভানু প্রকাশ শর্মার নবনির্মিত বাসগৃহে।সাহিত্য আসরের মূল আলোচ্য বিষয়বস্তু নির্ধারিত ছিল ” হাট বাজারের সেকাল ও একাল”।এই বিষয়ের আলোচক বিশিষ্ট লেখক ও প্রতীতির পত্রিকা সম্পদক ডঃ কাঞ্চন দে “হাট বাজারের একাল ও সেকাল নিয়ে প্রবন্ধটি পাঠ করলে উপস্থিত সাহিত্য অনুরাগীরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানান।ডঃ কাঞ্চন দে যে ভাবে তার লিখা বিষয়টি উপস্থাপন করেন তাতে অনেকেই সাবেক দিনের হাটের ছবি চোখের সামনে ভাসতে দেখেন।তার আলোচনায় গ্রামের হাটের সুখ দুঃখের দুটো ছবিই বিস্তারিতভাবে ধরা পরে।
অনুষ্ঠানের শুরুতেই শিশু শিল্পী রুদ্রনীল সাহা তার কন্ঠে অসাধারন একটি সঙ্গীত পরিবেশন করে সবার মন কেড়ে নেয় নিঃসন্দেহে বলা যায়। গৃহ কর্তা তথা প্রতীতির অন্যতম শুভাকাঙ্ক্ষী ভানু প্রকাশ শর্মার সুযোগ্যা কন্যা তিথি শর্মা সাবেক দিনের একটি সঙ্গীত পরিবেশন করলে উপস্থিত কবি সাহিত্যিকগন প্রশংসায় পঞ্চমুখ। রায়গঞ্জ থেকে আগত কবি ও সঙ্গীতশিল্পী স্বরচিত শ্যামা সঙ্গীত ও কবিতা পাঠ করে সবাইকে মুগ্ধ করেন।সঙ্গীত শিল্পী তাপস চট্টোপাধ্যায় তার কন্ঠের জাদুতে এখনো অনায়াসে সবাইকে আপ্লুত করতে সক্ষম হন।
ছড়া পাঠ করে শোনান প্রতিষ্ঠিত ছড়াকার তুহীন চন্দ।কবিতা পাঠ করেন বঙ্কিম বর্মন,অজন্তা রায় আচার্য্য, অরুন কুমার চক্রবর্তী,আভা সরকার মন্ডল,যাদব কুমার চৌধরী, রঞ্জন কুমার রায়,শুভব্রত লাহিড়ী,তপন রায়,কৌশিক দে সরকার, চৈতালি দে সরকার,তপন কুমার চক্রবর্তী,অরুন দাস বিমল দে ও প্রদীপ কুমার রায় ।দীপক পাল অসাধারন আবৃত্তি করে সবার হৃদয় জয় করতে সমর্থ হয়।সুকান্ত গুহ পাঠ করেন স্বরচিত প্রবন্ধ।বিশিষ্ট লেখক রাজ কুমার জাজোদিয়া একাল ও সেকালের হাট প্রবন্ধ্যের উপর গঠন মূলক আলোচনা করেন।আলোচনায় অংশ নেন অনিন্দিতা দাস চক্রবর্তী ও মৃম্ময় কর।গৃহকর্তা ভানু প্রতাপ শর্মা
উপস্থিত রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের সমস্ত কবি সাহিত্যিক ও সঙ্গীত শিল্পী দের তার বাসগৃহের প্রতীতির সাহিত্য আসরে অংশগ্রহণ করবার জন্য সবাইকে অভিনন্দন জানান।ধনকোলের প্রতীতির সাহিত্য আসর কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের বিশিষ্ট কবি সাহিত্যিকদের অংশগ্রহণে যেন এক কথায় চাঁদের হাট বসেছিল নিঃসন্দেহে বলা যায়।অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন প্রতীতি র সভাপতি তপন কুমার চক্রবর্তী।তিনি অনুষ্ঠানের শেষে সবাইকে প্রতীতির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানান।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতীতির যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার রায়।