করণদিঘি তে নতুন রাস্তার উদ্বোধন করলেন করণদিঘি বিধায়ক মনদেব সিনহা
1 min readকরণদিঘি তে নতুন রাস্তার উদ্বোধন করলেন করণদিঘি বিধায়ক মনদেব সিনহা
প্রদীপ সিনহা করমদিঘী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর দুই নম্বর অঞ্চলের অধীন সাদিপুর মোড় হইতে বড় পুকুর পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন করলেন করণদিঘি বিধায়ক মনদেব সিনহা।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ বিপাশা দাস সিনহা, করণ দীঘির বিডিও বিজয় মুক্তা ন, ব্লক সভাপতি সুভাষ সিনহা,
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেমুল মাড্ডি, তৃণমূল কংগ্রেস নেতা আজাদ আলী এবং পঞ্চায়েত সমিতির সদস্য মেরাজ আলম সহ আরো অনেকে।