করোনা–এ রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি সমস্ত বিদ্যালয় আগামী ১৬ই মার্চ থেকে ৩১শে মার্চ সরকারি নির্দেশে বন্ধ
1 min readকরোনা–এ রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি সমস্ত বিদ্যালয় আগামী ১৬ই মার্চ থেকে ৩১শে মার্চ সরকারি নির্দেশে বন্ধ
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--করোনা ভা ইরাসকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার।রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতামূলক ব্যবস্থা নিতে আগামী ১৬ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়।
যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথারীতি চলবে।কিন্তু মাধ্যমিক পরীক্ষা ছাড়া বিদ্যালয়ের অন্য সব পরীক্ষা আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়।পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস কোথায় দেখা না দিলেও প্রত্যেককে সতর্ক ভাবে চলতেট হবে।সর্দি,কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলেই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
সতর্কতা অবলম্বন–
(১)-যেখানে সেখানে থু থু ফেলবেন না।
(২)-দিনে অন্তত ৮বারদিয়ে হাত পরিষ্কার করুন।সবাই মিলে একসাথে চলাফেরা করবেন না।
(৩)-বেশি বেশি করে জল খেতে হবে।
(৪)-সর্দি কাশির সাথে জ্বর ও শ্বাসকষ্ট থাকলে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(৫)–গুজব ছড়াবেন না। গুজব ছড়াতে দেবেন না।