খোস মেজাজে উত্তর দিনাজপুর জেলার করমদিঘী বিধায়ক মনদেব সিনহা,দেখা গেল সর্ষে ঝারাই মাড়াই করতে
1 min readখোস মেজাজে উত্তর দিনাজপুর জেলার করমদিঘী বিধায়ক মনদেব সিনহা,দেখা গেল সর্ষে ঝারাই মাড়াই করতে
প্রদীপ সিনহা, করণদিঘি আর পাঁচটা দিনের চেয়ে একদম আলাদা খোস মেজাজে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করমদিঘী বিধায়ক মনদেব সিনহা কে। গতকাল হোলির দিনে নিত্যান্ত কৃষক পরিবারের ছেলের মতো করে নিজের বাড়ির উঠানেই দেখা গেল সর্ষে ঝারাই মাড়াই করতে।
রীতিমতো গ্রামীণ রাজবংশী পরিবারের ছেলের মতো মাথায় গামছা বেঁধে কাজ করতে দেখা গেল বিধায়ককে। নিজেদের কাছের মানুষ প্রিয় বিধায়ক কে এভাবে কাছে দেখতে পেয়ে অভিভূত এলাকার বাসিন্দারা। বিধায়ক বলেন, বাড়ির কাজ করতে কার না ভালো লাগে ?
কাজেই প্রত্যেকেরই উচিত বাড়ির কাজ করা। তারপর সমাজ, দেশ বা রাষ্ট্র । করণ দীঘির বিধায়ক মনদেব সিনহার উদ্যোগে বাড়ির সকলেই খুশি।