রায়গঞ্জ পৌরসভা র কাউন্সিলর রতন মজুমদার এর উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব
1 min readরায়গঞ্জ পৌরসভা র কাউন্সিলর রতন মজুমদার এর উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব
তন্ময় চক্রবর্তী গোটা বাংলায় আজ পালিত হচ্ছে রং এর উৎসব দোল। সঙ্গে বসন্ত উৎসব।রংয়ের আনন্দে মাতেছে বাংলার নানা প্রান্ত।
এবার সেই বসন্ত উৎসবে মাতলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলার রতন মজুমদার এর উদ্যোগে ও পরিচালনায় পূর্ব নেতাজিপল্লী বসন্ত উৎসব কমিটি।
এবার তাদের বসন্ত উৎসব চতুর্থ বছরে পদার্পণ করল। আজকে এই বসন্ত উৎসব কে কেন্দ্র করে ছিল অভিনব আদিবাসী নৃত্যের আয়োজন। পাশাপাশি ছিল বসন্তের নানান সঙ্গীত ও নিত্য অনুষ্ঠান।
প্রতিবছরের মতো এবছরও এখানকার বসন্ত উৎসব কে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চরম পর্যায়ে। একে অপরকে আবিরের
রাঙিয়ে দিয়ে আগামী দিনগুলি যাতে সকলের ভালো কাটে এই ছিল সকলের একমাত্র লক্ষ্য।