October 24, 2024

আন্তর্জাতিক নারী দিবসে প্রবীণ নারীদের সংবর্ধনা দিল কালিয়াগঞ্জের বাঘন এলাকার তৃণমূলের আপনজকে বলুন টিম ও বাঘন কুঙরপুর বুথ তৃণমূল কংগ্রেস

1 min read

আন্তর্জাতিক নারী দিবসে প্রবীণ নারীদের সংবর্ধনা দিল  কালিয়াগঞ্জের বাঘন এলাকার তৃণমূলের আপনজকে বলুন টিম ও বাঘন কুঙরপুর বুথ তৃণমূল কংগ্রেস

অনুপ জয়সওয়াল। নারী এই বিশ্বে যা সৃষ্টি চীর কল্লান কর,অর্ধেক করিয়া নারী অর্ধেক তার নর।এই বিশ্ব ভ্রমান্ডে প্রতিটি সৃষ্টিতে নারীর অবদান সীমা হীন,তাই ৮ ই মার্চ দিনটিতে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক  নারী দিবস  হিসাবে পালন করা হয়।বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নারী গুরুত্ব পূর্ন ভূমিকা গ্রহণ করে থাকে।সেই কারনে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় এক জন নারী হয়ে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে।

যা ভারত বর্ষের কাছে দৃষ্টান্ত মমতা বন্ধ্যোপাধ্যায়।রাজ্যের মূখমন্ত্রীর অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘন এলাকার তৃণমূলের আপনজকে বলুন টিম ও বাঘন কুঙরপুর বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নারী দিবস পালন করা হয়।রবিবার এলাকার ২৫ জন প্রবীর মাতৃ তুল্য নারীদের উত্তরই পড়িয়ে সংবর্ধনা যাপন করার পাশাপাশি মুষ্টি মূখ করানো হয়।প্রবীন নাগরীকেরা

সংবর্ধিত হয়ে খুব আনন্দিত হয়।তৃণমূলের আপনজকে বলুন টিম ও বাঘন কুঙরপুর বুথ তৃণমূল কংগ্রেসের  সভাপতি প্রবোধ দেবসর্মা জানান নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে এবং

নারী শক্তি সন্মানিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।কারন নারী শক্তি ছাড়া এই বিশ্ব অচল তাই আজকের দিনটিকে আন্তর্জাতিক  নারী দিবস বলা হয়ে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *