সেমিনার-লোকসংস্কৃতি ও লোকজীবন
1 min readসেমিনার-লোকসংস্কৃতি ও লোকজীবন
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–গত বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে পঁচিশ তম উত্তর দিনাজপুর বই মেলায় অনুষ্ঠিত হল সেমিনার-বিষয়-দিনাজপুরের লোক সংস্কৃতি ও লোক জীবন। মূল আলোচক ছিলেন বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক তথা সাংবাদিক সুনীল চন্দ।সুনীল বাবু লোকসংস্কৃতি ও লোকজীবন নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন দিনাজপুরের লোকসংস্কৃতি ও লোকজীবন দিনাজপুর জেলার গ্রাম্য জীবনে তার ব্যাপক বিস্তৃতি।সাবেক দিনাজপুর তথা বর্তমান উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা লোক সংস্ককৃতির খনি বললে কোনভাবেই ভুল বলা যাবেনা।
বর্তমান সরকার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে লোপ্রসার সমিতির মাধ্যমে লোকশিল্পীদের উৎসাহ দিতে সামান্য কিছু আর্থিক সাহায্য দেবার ব্যবস্থা করলেও সেই প্রকল্পের মধ্যে এমন অনেক ব্যক্তি লোকশিল্পীর নামাবলি গায়ে দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছে যা একদম কাম্য নয়।তিনি বলেন আমাদের জেলার লোকসংস্কৃতি ইতিমধ্যেই
রাজ্যের বিভিন্ন।স্থানেশুধু নয় রাজ্যের বাইরেও জেলার লোকসংস্কৃতির শিল্পী বন্ধুরা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সুনাম অনেকাংশই বৃদ্ধি করেছে বলে সুনীল বাবু আলোচনায় বলেন।তিনি জেলার লোকসংস্কৃতির ঐতিহ্যগুলি নিয়ে বিশদ আলোচনা করলে লোকসংস্কৃতির সেমিনারের গুরুত্ব বৃদ্ধি পায়।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন তথা কালিয়াগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভূ ভূষণ সাহা।