October 23, 2024

বিদ্যালয়ের ছাত্রীদের ম্যাসেজ কান্ডে অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিকের বিরুদ্ধে ডেপুটেশন

1 min read

বিদ্যালয়ের ছাত্রীদের ম্যাসেজ কান্ডে অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিকের বিরুদ্ধে ডেপুটেশন

রায়গঞ্জঃ স্কুলের ছাত্রীদের অশ্লীল ম্যাসেজ কান্ডে অভিযুক্ত বাপী প্রামাণিকের হাইকোর্টে জামিন হয়ে গেলেও ওই শিক্ষক যাতে বিদ্যালয়ে পুনরায় প্রবেশ করতে না পারেন পারেন সেব্যাপারে দেবীনগর কেসিআর বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিলেন অবিভাবক এবং কাউন্সিলরা।উল্লেখ্য, রায়গঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ বিদ্যালয়ে গতবছর সেপ্টেম্বরে

ঐ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বাপী প্রামাণিকের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ ওঠে এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাপী প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে।এরপরই বাপি প্রামাণিককে স্কুলে আর ঢুকতে দেওয়া হয় নি এবং অইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় স্কুলের পক্ষ থেকে।আজ এই ঘটনার প্রেক্ষিতে অভিভাবক এবং অভিভাবিকাসহ এলাকার জন প্রতিনিধিরা স্কুলের প্রধান শিক্ষক ডঃ উৎপল দত্তের কাছে একটি ডেপুটেশন জমা দেন,যেখানে তারা প্রধান শিক্ষকের কাছে দাবি জানিয়েছেন যাতে অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিককে কোনো ভাবেই স্কুলে প্রবেশ করতে না দেওয়া হয়। তারাজানান যে,ঐ শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগ দিলে তারা তাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাবেন,ছাত্রীদের বিদ্যালয়ের ভেতর সুরক্ষা নিয়েও চিন্তায় থাকবেন।এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,”আমরা আগেই আমাদের ক্ষমতা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করেছি এবং আজ যে ডেপুটেশনের দেওয়া হল তার ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা তা বিদ্যালয় কতৃপক্ষ ভেবে দেখবেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *