ধনকোল আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় নেতাজীর ১২৪ তম জন্ম জয়ন্তী উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে-
1 min readধনকোল আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় নেতাজীর ১২৪ তম জন্ম জয়ন্তী উদযাপন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ধনকোল আজাদ হিন্দ ক্লাবের উদ্দ্যোগে
গত ৭ই ফেব্রুয়ারী থেকে ৯ই ফেব্রুয়ারী পর্যন্ত নেতাজীর ১২৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংষ্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য,দেশাত্ববোধক সঙ্গী আবৃত্তি, মিউজিক্যাল চেয়ার,সেরা
দিদি,তাৎক্ষণিকঅভিনয়,খালিগলায়গান,লোকগীতি,লোকনৃত্য, ,কুইজ,নেতাজীর প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা,এবং বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিবেশের উপর অসাধারন বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ সচেতক ভানু প্রতাপ শর্মা।সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার লোক নাট্য”খনপালা হালুয়া হালুয়ানী পরিবেশিত হয়।
গত তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয়।বিভিন্ন দিনের সাংষ্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক ডঃ কাঞ্চন দে এবং ভানু প্রতাপ শর্মা।