বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় জখম হল তিন স্কুলছাত্রী
1 min readবেপরোয়া মোটরবাইকের ধাক্কায় জখম হল তিন স্কুলছাত্রী
বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় জখম হল তিন স্কুলছাত্রী। বুধবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্রিজকালি এলাকায়। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে দুই স্কুলছাত্রী।
এদিকে পথদুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি গৌতম রায় সহ বিশাল পুলিশবাহিনী। গুরুতর জখম ২ স্কুলছাত্রী বৃষ্টি দাস ও রিংকি দাসকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে পথদুর্ঘটনায় পাপড়ি মহন্ত নামে আরেক স্কুলছাত্রী অল্পবিস্তর জখম হয়েছেন। পথ দুর্ঘটনায় জখম তিনজন স্কুলছাত্রীর বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠ এর ক্লাস সিক্সের পড়ুয়া। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর রাস্তা পারাপারের সময় পথদুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার পর মোটরবাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও পুলিশ পরে তার মোটরবাইকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। স্থানীয় জনতারা ওই এলাকায় ব্যারিকেড পা গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বাম্পারের দাবি জানিয়েছেন। অন্য দিকে পুলিশি হস্তক্ষেপে আধাঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। বালুরঘাট থানার আইসি গৌতম রায় ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থা ও বাম্পারে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।