October 23, 2024

কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসোসিয়েশনের উদ্দ্যোগে শুরু হল দুইদিনের ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

1 min read

কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসোসিয়েশনের উদ্দ্যোগে শুরু হল দুইদিনের ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

তপন চক্রবর্তী– কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসোসিয়েশনের উদ্দ্যোগে পৌর উৎসবের অঙ্গ হিসাবে দুই দিন ব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আসর বসলো পৌর সভা চত্বরে।ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল এবং ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ।পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন শুধু ইট,বলি পাথর দিয়েই উন্নয়ন হবে তা নয়।

কালিয়াগঞ্জ শহরের খেলোয়াড়দের নানাবিধ খেলা ধুলার মধ্য দিয়ে ক্রীড়া জগতে র ভালো জায়গায় তারা যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা সর্বদা করে চলেছি

কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের মাধ্যমে।উত্তর বঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ বলেন কালিয়াগঞ্জ পৌর সভা যে ভাবে কালিয়াগঞ্জের বিভিন্ন খেলোয়াড়দের খেলা ধুলার মধ্য দিয়ে উৎসাহিত করছে তা এক কথায় অভিনন্দন যোগ্য।

পৌরসভার ভারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সান্তনু দেবগুপ্ত এবং গৌতম ভট্টাচার্য বলেন ভলিবল খেলায় জুনিয়ার ও সিনিয়ার বিভাগে মোট ২০ টি টিম অংশগ্রহণ করছে এবং ব্যাডমিন্টন বিভাগে ৯টি টিম অংশগ্রহণ করেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিযাগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা বসন্ত রায়,

কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা, নাট্য ব্যক্তিত্ব বিভূ ভূষণ সাহা ও চন্দন চক্রবর্তী। ভলিবল টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয় তিলগাঁও একাদশ এবং মদনপুর একাদশের মধ্যে।

আগামী ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত এই দুটি টুর্নামেন্টের খেলা একসাথেই চলবে।বিজয়ী দলদের পুরস্কৃত করা হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।

পৌর সভার দুটি খেলাকে ঘিরে কালিয়াগঞ্জে ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে দেখা যায় ব্যাপক উন্মাদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *