নদিয়ার কল্যাণী প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ এক অঙ্কন প্রতিযোগিতার
1 min readনদিয়ার কল্যাণী প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ এক অঙ্কন প্রতিযোগিতার
নদিয়ার কল্যাণী প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন রানাঘাট পুলিশ জেলার সুপার ভি এস আর অনন্তনাগ। চতুর্থ বর্ষ অঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কল্যাণী পৌরসভার চেয়ারম্যান সুশীল তালুকদার। শিশু বিভাগ ছাড়াও মোট পাঁচটি বিভাগে 15 জনকে পুরস্কৃত করা হয়। এবারের প্রতিযোগিতায় মোট 300 জন ছাত্রছাত্রী অংশ নেয়।
সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন কল্যাণী স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান নিলিমেশ রায়চৌধুরী, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তৌসিফ আলী আজহার প্রমূখ। কল্যাণী প্রেসক্লাবের পক্ষ থেকে এবারেও প্রত্যেক প্রতিযোগীর হাতে শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয়।