October 23, 2024

খুব শীগ্রই কি রাধিকাপুর কলকাতা সকালের ট্রেন চালু হতে চলছে

1 min read

খুব শীগ্রই কি রাধিকাপুর কলকাতা সকালের ট্রেন চালু হতে চলছে

বর্তমানের কথা সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রাধিকাপুর ও রায়গঞ্জ রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন রেলের আধিকারিকরা। এদিন শুরুতে রাধিকাপুর রেলস্টেশনে কাটিহার ডিভিশনের এডিআরএম যোগেন্দর যাদবেন্দুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাধিকাপুর রেল স্টেশন ও সংলগ্ন বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে স্টেশন ও সংলগ্ন এলাকায় কি কি কাজ করা দরকার সে ব্যাপারে ইঞ্জিনিয়ারদের পরামর্শ দিয়েছেন রেলের কর্তারা।

এদিন বিকেলে পরে ওই প্রতিনিধিদল রায়গঞ্জ রেলস্টেশনে আসেন। রায়গঞ্জ রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের শেড, ওভারব্রীজ নির্মাণ কাজের তদারকি করে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের বেরিয়ে যাওয়ার রাস্তার হাল খতিয়ে দেখেন।এদিনের এই পরিদর্শনের কারণ নিয়ে রেলের কর্তারা যদিও সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে কিছু বলতে চাননি। সম্প্রতি রাধিকাপুর থেকে কলকাতা যাতায়াতের দিনের ট্রেনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিজেপির নেতানেত্রীদের আশা, ফেব্রুয়ারির শেষে রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার দিনের ট্রেন চালু হতে পারে শীঘ্র। আমজনতার সেই দাবিকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল দিনের ট্রেনের দাবিতে ইতিমধ্যে সুর চড়িয়েছে। রেলের আধিকারিকদের এদিনের পরিদর্শনের ফলে অনেক কৌতুহলী মানুষ স্টেশনে ভিড় করে জানার চেষ্টা করেন, দিনের ট্রেন চালু করার জন্যই কি এদিনের পরিদর্শন? যদিও প্রতিনিধি দলে থাকা এক পদস্থ কর্তা বলেন, এদিনের পরিদর্শন মূলত রেলের রাধিকাপুর ও রায়গঞ্জ স্টেশনের পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য। এছাড়া অন্য কোনও বিষয় ছিল না। দিনের ট্রেন চালুর বিষয়টি রেলের আরও উপরমহলের বিষয়। আমাদের ওই বিষয়ে কিছুই জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *