তথ্য ও সংস্কৃতি দপ্তরের বড় বাবু অর্জুন বর্মনের অবসরের দিনে জেলার লোক শিল্পীদের বিদায় সম্বর্ধনা-
1 min readতথ্য ও সংস্কৃতি দপ্তরের বড় বাবু অর্জুন বর্মনের অবসরের দিনে জেলার লোক শিল্পীদের বিদায় সম্বর্ধনা-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বড় বাবু অর্জুন বর্মনের অবসরের দিন জেলার লোকশিল্পীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চোখের জলে বিদায় সম্বর্ধনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস।উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুব্রত সাহা সহ দপ্তরের সমস্ত কর্মীরা।বিশিষ্ট লোকশিল্পী তথা রাজ্য ফকির ও বাউল সমিতির রাজ্য সম্পাদক তরুণী সেন মোহন্ত অর্জুন বর্মনকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করেন।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস বলেন তার দপ্তরের বড় বাবুকে জেলার লোকশিল্পীরা যে মর্যাদা দিয়েবিদায় সম্বর্ধনা জানালো আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সরকারী কর্মচারীরা অভিভূত।রানা দেবদাস বলেন আমার চাকুরীর জীবনে এই ভাবে
লোকশিল্পীদের দ্বারা একজন সরকারি কর্মীকে বিদায় সম্বর্ধনা দিতে দেখিনি।সারা জীবন আমার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উত্তর দিনাজপুর জেলার কর্মীদের মনে থাকবে।এটা সরকারি কর্মী হিসেবে একটি বড় পাওনা আমাদের।উত্তর দিনাজপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের বড়বাবু অর্জুন বর্মন বলেন জেলার লোকশিল্পীরা তার অবসর নেবার প্রাক্কালে যে সন্মান জানালো তা জীবন থাকতে
ভোলা সম্ভব নয়।আমি অভিভূত,আমি গর্বিত।বিশিষ্ট লোক বিশেষজ্ঞ তরুণী সেন মহন্ত বলেন অর্জুন বাবুকে তার শিল্পী জীবনের অনেকটা সময় ধরেই দেখে এসেছেন।তাই আজ দপ্তর থেকে চাকুরী জীবনের শেষ দিন তাকে বিদায় দিতে মন না চাইলেও যে তাকে নিয়মের নির্দেশ মতই বিদায় দিলেও অর্জুন বাবু আমার হৃদয় থেকে কোনদিন বিদায় দেবনা।বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সমিতির জেলা সভাপতি অমল বর্মন এবং সম্পাদক শ্যাম সুন্দর পাল,বিশিষ্ট মুখা শিল্পী শচীন সরকার সহ আনুমানিক দুই শতাধিক লোকশিল্পী বিদায় সমবর্ধনায় উপস্থিত ছিলেন।