October 23, 2024

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি অনুযায়ী দশ লক্ষ টাকার চেক কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতিকে পাঠিযে দল মঙ্গলবার

1 min read

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি অনুযায়ী দশ লক্ষ টাকার চেক কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতিকে পাঠিযে দল মঙ্গলবার

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতি(নাট মন্দির)কে মঙ্গলবার সকালে রাজ্যের পরিবহন,সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি অনুযায়ী তার প্রতিনিধিদের হাত দিয়ে দশ লক্ষ টাকার চেক কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সম্পাদক দুলাল কুন্ডুর হাতে প্রদান করে অক্ষরে অক্ষরে তার প্রতিশ্রুতি পালন করায় কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির পক্ষ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারীকে অজস্র ধন্যবাদ জানালেন মন্ত্রীর প্রতিনিধিদের মাধ্যমে।

কালিয়াগঞ্জ ৬৪প্রহর সমিতির সম্পাদক দুলাল কুন্ডু বলেন অনেকেই প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই থেকে যায়।কিন্তূ রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পুর্ন আলাদা ধরনের চিন্তা ভাবনার মানুষ।তার কথার সাথে কাজের যে এতটাই মিল এটা সাধারণত খুব কম দেখা যায়।দুলাল কুন্ডু বলেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পালকেও তিনি অসংখ্য ধন্যবাদ জানান।কারন এই ব্যক্তিটি কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের কান্ডারী।পৌরপিতা কার্তিক পালের সৌজন্যেই আমরা মন্ত্রীর কাছ থেকে এই টাকা পেয়েছি।তাছাড়া নাট মন্দিরের ব্যাপক উন্নয়নের কর্মকান্ডে বিশেষ করে নাট মন্দিরকে প্ৰকৃত মন্দিরের পরিবেশ সৃষ্টি করতে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতার ভূমিকা আমাদের সাথে সাথে কালিয়াগঞ্জের আপামর জনসাধারণ সারা জীবন মনে রাখবে নাট মন্দির কমিটির অন্যতম সদস্য সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জের নাট মন্দিরের বয়স খুব একটা কম নয়।নাট মন্দিরকে নিয়ে যদি কালিয়াগঞ্জের রাজনৈতিক নেতৃত্বরা যদি একটু ভাবনা চিন্তা করতো তাহলে অনেক আগেই নাট মন্দিরের অনেকটাই উন্নয়ন করা সম্ভব হত।কিন্তূ কেও সেভাবে এগিয়ে আসেনি কোনদিন।আজ সেই সব কাজ কালিয়াগঞ্জের অল্প বয়সী পৌরপিতা যে ভাবে নাট মন্দিরকে নিয়ে স্বপ্ন দেখে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম নাট মন্দির করবার আপ্রাণ চেষ্টা করছে তা শুধু অভিনন্দন যোগ্যই নয় আমাদেরকে অবাক জরে দিচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *