করণদিঘির দোমহনা এলিট ওয়েল ফেয়ার সোসাইটি এবং নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্র দান
1 min readকরণদিঘির দোমহনা এলিট ওয়েল ফেয়ার সোসাইটি এবং নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্র দান
প্রদীপ সিনহা করণদিঘি উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দোমহনা এলিট ওয়েল ফেয়ার সোসাইটি এবং নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে বিকর এলিট ওয়েল ফেয়ার সোসাইটি অফিসে হয়ে গেল গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্র দান অনুষ্ঠান। এই শীত বস্ত্র দান অনুষ্ঠানে
গ্রামের গরিব মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন করণ দীঘির বিধায়ক মনো দেব সিনহা, নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজের সভাপতি আবুল কালাম।
এই কলেজের কর্মী আজাদ আলী সহ আরো অনেকে।এদিন এই অনুষ্ঠানে গ্রামের গরিব মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার পরে সকলেই জানান এই ধরনের একটি মহৎ কাজ করতে পেরে তারা খুবই গর্বিত এবং আগামী দিনে তারা এই কাজ করবেন বলে জানান।