১৬ দলীয় কালিয়াগঞ্জ থানা ক্রিকেটে চ্যাম্পিয়ন কালিয়াগঞ্জ পৌর সভা যুবশ্রী-
1 min read১৬ দলীয় কালিয়াগঞ্জ থানা ক্রিকেটে চ্যাম্পিয়ন কালিয়াগঞ্জ পৌর সভা যুবশ্রী-
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্দ্যোগে তিন দিন ব্যাপী ১৬ দলীয় নক -আউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ পৌরসভার যুবশ্রী দল।প্রথমে ব্যাট করতে নেমে কালিয়াগঞ্জ পৌরসভা যুবশ্রী ১৬ ওভারে ৮ উইকেটে ২০১ রান করে।
জবাবে কালিয়াগঞ্জ সবুজশ্রী দল ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৩ রান করে গুটিয়ে নেয়।কালিয়াগঞ্জ সবুজশ্রী দলকে কালিয়াগঞ্জ পৌরসভা যুবশ্রী দল ৪৮ রানে হারিয়ে দেয়।যুবশ্রী দলের বাবুন বিশ্বাস ৪ ওভারে ৫টি উইকেট নেয় ।খেলায় ম্যান অব দি ম্যাচ হয় বাবুন বিশ্বাস।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার,কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল,
কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ,কো-মেন্টর অসীম ঘোষ এবং কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই।খেলা দেখতে প্রচুর মানুষের ভীড় হয়।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার বলেন সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থ্যাপনের জন্যই পুলিশের পক্ষ থেকে এই খেলার আয়োজন।করা হয়েছে।