সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ধ্যামজা ফরেস্টকে নেচার পার্ক গড়ে তোলার প্রস্তাব পাঠালো বন দপ্তর-
1 min readসাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ধ্যামজা ফরেস্টকে নেচার পার্ক গড়ে তোলার প্রস্তাব পাঠালো বন দপ্তর-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার কুলিক ফরেস্টের পর কালিয়াগঞ্জ ব্লকের পরিত্যক্ত ধ্যামজা ফরেস্টকে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নেচার পার্ক গড়ে তোলার প্রস্তাব রাজ্যের বন দপ্তর নবান্নে পাঠালো।কিছু দিন আগেই রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যয় ফতেপুরের ধ্যামজা ফরেস্ট পরিদর্শন করে গেছেন বন দপ্তরের আধিকারিকদের নিয়ে।মন্ত্রী ধ্যামজা ফরেস্টেই বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিযে বলেছিলেন যত দ্রুত সম্ভব একটি প্রপোজাল পাঠতে।সেই নির্দেশ অনুযায়ী বন দপ্তর ধ্যামজা ফরেস্টকে একটি অত্যাধুনিক নেচার পার্ক গড়ে ধ্যামজা ফরেস্টকে সাজিয়ে তুলবার জন্য সাড়ে পাঁচ কোটির একটি প্রকল্প তৈরী করে পাঠিয়েও দেয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা যায়।বন দপ্তরের উত্তর ফিনাজপুর জেলার ডি এফ ও সোমনাথ সরকার সাংবাদিকদের জানান ধ্যামজা ফরেস্টে ৪৮একর জুড়ে বনাঞ্চল।
এখানকার দুই কিলোমিটার জুড়ে ঘেরার ব্যবস্থা প্রথমে করা হবে।দুই কিমি জমির ভেতর গড়া হবে অত্যধুনিক নেচার পার্ক।বনাঞ্চলের ভেতর নানান ধরনের ফলের গাছ ও বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য গাছ লাগানো হবে যা ওষুধ তৈরীর কাজে লাগানো হবে।কোন গাছটির নাম কি তা গাছের সাথে লিখা হবে বাচ্চাদের সাথে পরিচিত হবার জন্য।শুধু তাই নয় পর্যটকদের রাত কাটানোর উন্নত মানের থাকবার ব্যবস্থা জরে হবে।ধ্যামজা নেচার পার্কে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হবে যাতে করে বিভিন্ন ধরনের পাখিরা
এটি সহজেই এই ফরেস্টে ভিড় জমাতে পারে। বন দপ্তরেBর আধিকারিক বলেন পর্যটকদের কাছে এর গুরুত্ব বাড়াতে ধ্যামজা নেচার পার্ককে অত্যন্ত আকর্ষণীয় করে তোলা হবে।যা এক কথায় শুধু ফতেপুরই নয় এর ফলে কালিয়াগঞ্জের গুরুত্বও অনেকটাই বেড়ে যাবে বলে জানা যায়।এক প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ বলেন আমাদের সরকার যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবে রূপায়ন করবার ব্যবস্থা করে।আমরা যে প্রতিশ্রুতি উপ-নির্বাচনের আগে দিয়ে ভোটে জিতেছি সেই প্রতিশ্রুতি পালন করেও কালিয়াগঞ্জ বিধান সভার মানুষদের কিছু বেশি কাজ করে দেখাতে চাই।কারন আমি শুধু বিধায়কই নই।প্রথমে আমার পরিচয়ে আমি কালিয়াগঞ্জের মসনুষ।তাই যতটা পারবো কালিয়াগঞ্জকে সবদিক দিয়েই উন্নয়ন করবার চেষ্টা শুধু নয় করেই দেখানোর ইচ্ছা আছে। বিধায়ক তপন দেবসিংহ বলেন আমরা শহর ও গ্রামের উন্নয়ন দুটোই একসাথে করবার পরিকল্পনা নিয়েছি।যাতে কালিয়াগঞ্জ ব্লকের সার্বিক উন্নয়ন করে আমাদের সবার স্বপ্ন পূরণ করতে পারি সেদিকেই এগিয়ে যাচ্ছি।