December 21, 2024

শিবরাম স্মরণে রোববারের সাহিত্যের আড্ডায়

1 min read

শিবরাম স্মরণে রোববারের সাহিত্যের আড্ডায়

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)– সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রোববারের সাহিত্য আড্ডায় স্মরণ করা হল হাস্যরস প্রণেতা শিবরাম চক্রবর্তীকে রুরাল লাইব্রেরিতে সাহিত্যের আসর বসিয়ে। শুরুতেই সম্পাদক প্রসূন শিকদার বলেন, জন্মমাসে হাস্যরস প্রণেতা শিবরাম চক্রবর্তী ও বিখ্যাত শায়ের মির্জা গালীব – এই দুই বিশিষ্ট সাহিত্যিকের জীবন ও কর্মের ওপর আলোকপাত করাই ছিল এই ১০৬ তম আড্ডার মূল প্রতিপাদ্য বিষয়৷ শ্রেয়শ্রী সাহার উদ্বোধনী সঙ্গীতের পরে বিশিষ্ট শিক্ষক সন্দীপ ভট্টাচার্য এই নারকেলের মত বাইরে কঠিন কিন্তু ভেতরে রসময় শিবরাম সম্পর্কে বলতে গিয়ে হাস্যরসের চারটি ধরন ও শিবরামের হাস্যরসোদ্দীপক

 

লেখনী সহৃদয় পাঠকের মনে যে বিভাব উৎপন্ন করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক ড. বাসুদেব রায়, চিকিৎসক ডাঃ বিনয়ভূষণ বেরা, কবি মৌসুমী নন্দী প্রমুখ৷ ডাঃ বেরা বলেন বাংলা ভাষায় পান (pun) সাহিত্যে অকৃতদার শিব্রাম ছিলেন পুরোধা৷ স্বরচিত কবিতা পাঠ করেন জয়দীপ মাহাতো, ভবেশ চন্দ্র দাস, পম্পা দাস, স্বপ্না উপাধ্যায়, কথিকা সিনহা, উজ্জ্বল চন্দ্র দত্ত, গীতাঞ্জলি কুন্ডু, অভিজিৎ আচার্য প্রমুখ৷ সাদরি ভাষা ও রাজবংশী ভাষায় হাস্যরস পরিবেশন করেন কর্ণদেব রায়৷ বাউলধর্মী লোকসঙ্গীত পরিবেশন করেন স্বরূপানন্দ বৈদ্য এবং দ্বৈত লোকসঙ্গীত পরিবেশন করেন কর্ণদেব রায় ও প্রাণগোপাল বালা৷ মির্জা গালীবের বিখ্যাত শায়েরী ও কর্মজীবন সম্পর্কে আলোকপাত করেন বর্ষিয়ান সভাপতি নিশিকান্ত সিনহা৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দন সিংহ ও অন্তিম গুহ৷ সবশেষে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজন মল্লিক৷ সম্পাদক প্রসূন শিকদার বলেন, হাস্যরসিক শিবরাম চক্রবর্তীর স্মরণে এসময়ে আর কোথাও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *