তরঙ্গপুরের উত্তরবঙ্গ উৎসবে সম্বর্ধিত বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু
1 min readতরঙ্গপুরের উত্তরবঙ্গ উৎসবে সম্বর্ধিত বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার তরঙ্গপুরে অনুষ্ঠিত উত্তরবঙ্গ উৎসব মঞ্চে সম্বর্ধিত হলেন কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত দর্শনের অধ্যপিকা বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু।উত্তরবঙ্গ উৎসবের তরঙ্গ পুর উৎসব মঞ্চ সম্বর্ধিত হবার পর ডঃ মমতা কুন্ডু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যয় তাকে বঙ্গ রত্ন উপাধিতে সম্মানিত করায়
তিনি আপ্লুত,গর্বিত এবং উচ্ছসিত।আমাকে যে বঙ্গরত্নের মত সন্মান দিয়ে রাজ্য সরকার সন্মান দিয়েছে তার জন্য আমারও অনেক দায়িত্ব বেড়ে গেল সমাজের প্রতি কাজ করার ।আমি সেই দায়িত্ব পালন করবো আমার মত করে। উত্তরবঙ্গ উৎসবের সম্বর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়,কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,শিক্ষক নেতা ইজাবুল হক,সমাজসেবী সুদীপ ভট্টাচার্য,সমাজসেবী হিরন্ময় সরকার এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস।