October 23, 2024

উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গরত্ন পাচ্ছেন কালিয়াগঞ্জ এর মমতা কুন্ডু ও বালুরঘাটের লেখক বিশ্বনাথ লাহা

1 min read

উত্তরবঙ্গ উৎসব  উদ্বোধন   করবেন  আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গরত্ন পাচ্ছেন কালিয়াগঞ্জ এর মমতা কুন্ডু ও বালুরঘাটের লেখক বিশ্বনাথ লাহা

তনময় চক্রবর্তী। উত্তরবঙ্গ উৎসব  উদ্বোধন   করবেন  আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গরত্ন পাচ্ছেন কালিয়াগঞ্জ এর মমতা কুন্ডু ও বালুরঘাটের লেখক বিশ্বনাথ লাহা ।আজ, সোমবার শিলিগুড়ির কাছে আঠারোখাই খেলার ময়দানে সূচনা হবে উত্তরবঙ্গ উৎসবের। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মঞ্চ থেকে উত্তরবঙ্গের নয় কৃতীকে বঙ্গরত্ন সম্মান প্রদান করা হবে।

পাশাপাশি ৯০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে অনুদান দেওয়া হবে। প্রশাসন সূত্রের খবর, মূল অনুষ্ঠানের মঞ্চ থেকে উত্তরবঙ্গের নয় জেলার বিশিষ্টজনদের বঙ্গরত্ন সম্মান দেওয়া হবে। ওই তালিকায় আলিপুরদুয়ারের প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী রাজেন্দ্রনাথ দাস, কোচবিহারের শিক্ষক জ্যোতির্ময় রায়, দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট লেখক বিশ্বনাথ লাহা, দার্জিলিংয়ের (পাহাড়) বডিবিল্ডার গণেশ বাহাদুর গিরি,

শিলিগুড়ির টেবল টেনিস কোচ ভারতী ঘোষ, জলপাইগুড়ির বিশিষ্ট অধ্যাপক শুভম মজুমদার, কালিংম্পংয়ের হেমলতা প্রধান, মালদহের দ্বিজেন্দ্র সরকার ও উত্তর দিনাজপুরের মমতা কুণ্ডু রয়েছেন। তাঁদেরকে স্মারক ও এক লক্ষ টাকা করে প্রদান করা হবে। এর বাইরে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতিটি জেলার ১০ জন করে ৯০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উত্তরবঙ্গের মন্ত্রীদের পাশাপাশি বিশিষ্টজনরা থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *