কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে নক-আউট ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট–তপন চক্রবর্তী
1 min readকালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে নক-আউট ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট-
তপন চক্রবর্তী :-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--রায়গঞ্জ জেলা পুলিশের উদ্দ্যোগে এবং কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় নক-আউট ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই শুক্রবার জানান আগামী ১৮ও ১৯শে জানুয়ারী কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাব মাঠে নক-আউট ক্রিকেট টুনমেন্টের খেলা শুরু হবে।নক-আউট ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩শে জানুয়ারী।কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন ২০ ও ২১ শে জানুয়ারী কালিয়াগঞ্জ থানা চত্বরে একটি ভলিবল প্রতিযোগীতার ও আয়োজন করা হয়েছে।
কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চল থেকেই একটি করে ভলিবল টিম যাতে অংশগ্রহণ করে সেদিকে আমরা নজর দিয়েছি।এক প্রশ্নের উত্তরে আশীষ বাবু বলেন পুলিশের সাথে কালিয়াগঞ্জ ব্লক ও শহরের মানুষদের সম্পর্ক অত্যন্ত ভালো।তা স্বত্বেও আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার কারণেই এই খেলা ধুলার আয়োজন করা হয়েছে বলে জানান।ক্রিকেট এবং ভলিবল খেলা যাতে কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে শহরে যাতে সাফল্যমন্ডিত হয় সে ব্যাপারে সবার সহযোগিতা পাবেন বলেই তার দৃঢ় বিশ্বাস।