October 23, 2024

কালিয়াগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী শীতকালীন জোনাল ক্রীড়া প্রতিযোগীতার সূচনায় বিধায়ক

1 min read

কালিয়াগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী শীতকালীন জোনাল ক্রীড়া প্রতিযোগীতার সূচনায় বিধায়ক

রাহুল দাস—কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী কালিয়াগঞ্জ ইন্টার স্কুল জোনাল ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,সমাজসেবী নিতাই বৈশ্য,ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস,বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার।কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী রায় চট্টোপাধ্যয়,মনমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগন ও ছাত্র ছাত্রীরা।

প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তলন ও অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিল নৃত্য ও সঙ্গীতের অনুষ্ঠানন।তিনদিনব্যাপী কালিয়াগঞ্জ জোনের অর্গানাইসিং সেক্রেটারি প্রসূন দাস বলেন কালিয়াগঞ্জ জোনের মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,জুনিয়ার হাই স্কুল সহ কালিয়াগঞ্জ জোনের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৩টি বিদ্যালয় অংশগ্রহণ করে।

এই সব বিদ্যালয়ের মোট ৩২২জন ছাত্র ছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টসের মধ্যে আছে ১০০মিটার থেকে ৪০০মিটার দৌড় ছাত্র ও ছাত্রীদের।হাই জ্যাম্প,লংজ্যাম্প,১৫০০মিটার দৌড়,পুটিং দি শর্ট, জ্যাভেলিন থ্রোয়িং,ডিস্কাস থ্রোয়িং,ব্রড জ্যাম্প,ছাত্র ছাত্রীদের জন্য ভলিবল,খো-খো এবং কাবাডি।এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের জন্য আছে ৩০০০মিটার দৌড়,৪০০মিটার২০০মিটার দৌড়।হাই জ্যাম্প, লংজ্যাম্প, ব্রড জ্যাম্প, পুটিং দি শট।কালিয়াগঞ্জ জোনাল স্কুল গেমস এন্ড স্পোর্টসের সম্পাদক অমিয় কুমার সরকার জানান জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে কালিয়াগঞ্জ শীত কালীন ক্রীড়া প্রতিযোগিCতা সবার সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হল।আগামী শনিবার বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *