সেফ ড্রাইভ সেভ লাইফে প্রশাসনিক ঔদাসীন্যতা
1 min readজয়ন্ত বোস , বর্তমানের কথা :- .সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে সাবধানে গাড়ি চালানো , নিয়ম মেনে চালানো , হেলমেট পরে বাইক রাইডিং , গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা , মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো , নিয়ম মেনে রাস্তা পারাপার হওয়া , সিগন্যাল কে লক্ষ্য করা ইত্যাদি বিষয়ে যে কোন পথ দূর্ঘটনাকে এড়ানোর বিশেষ সচেতনতামূলক সামাজিক সরকারি প্রকল্প. এই প্রকল্পটি রূপায়িত হয়েছে পঃ বঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সদিচ্ছায় পথ চলতি সকলের জন্য. এই প্রকল্পের সরকারি পোস্টারে যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ কথাটি লেখা আছে তেমনি ইলেকট্রিক্যাল সিগন্যালের ছবি দেওয়া আছে . আর সেই সিগন্যালের ছবি যে বাস্তবে ছবি হয়ে যাবে তার প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছে কালিয়াগঞ্জ শহরের ব্যস্ততম বিবেকানন্দ মোড়ে ৩-৪ বছর ধরে অকেজো হয়ে পরে থাকা ইলেকট্রনিক সিগন্যাল ব্যবস্থা. কোনো একটি বেসরকারি সংস্থার তত্ত্ববধানে অনেকদিন পূর্বেই উক্ত অঞ্চলে সিগন্যাল ব্যবস্থাটি স্থাপিত হয়েছিল এবং কিছুদিন সচল থাকার পর তারপরে অকেজো হয়ে আজও পরে আছে . পথ দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসন যেমন পথ চলতি মানুষজনদের এবং সকল গাড়ীর ড্রাইভার , বাইক আরোহীদের সচেতন করছেন সেখানে আরো বেশী পথ নিরাপত্তার জন্যে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটিকে সচল করবার প্রয়াসের প্রশাসনিক সচেতনতার ঔদাসীন্যে কালিয়াগঞ্জ শহরের সদা ব্যস্ততম বিবেকানন্দ মোড় সংলগ্ন অঞ্চলে পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে এলকাবাসী তথা সচেতন পথ চলতি জনগণের দাবী . সদা ব্যস্ততম শহরের প্রাণকেন্দ্রগুলির বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা না থাকার দরুন সদা দুর্ঘটনা আতঙ্কিত বহু প্রাচীন রায়গঞ্জ পৌরশহরের বাসিন্দাদের একই দাবী . পথ নিরাপত্তায় পথ দুর্ঘটনাকে এড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে পঃ বঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে জনগণ এবং বিভিন্ন গাড়ি চালকদের যেমন ট্র্যাফিক আইন সংক্রান্ত যাবতীয় বিষয়ে সচেতন করা হচ্ছে জনস্বার্থে ঠিক তেমনি প্রশাসনিক সহযোগিতায় ও সচেতনতায় কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে অকেজো হয়ে থাকা ট্রাফিক সিগন্যালটির সচলতা ফিরে আসে এবং পাশাপাশি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ের মতো শহরের আভ্যন্তরীণ সদা ব্যস্ততম মোড়গুলি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় মুড়ে দেওয়া যায় সেক্ষেত্রে পথ নিরাপত্তার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি আরো বেশী ফলপ্রসূ হবে এতদ্ অঞ্চলের সর্বসাধারণের কাছে .