উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা করা হল।
1 min readতন্ময় চক্রবতী :- গত কাল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা করা হল। । ওই গ্রাম পঞ্চায়েতের কাশেমপুর এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওই প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি আলেমা নূরি, জেলাশাসক আয়েষা রানি, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) অশোককুমার মোদক, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ প্রফুল্ল বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, রাজ্যের মধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে উত্তর দিনাজপুর জেলার ন’টি ব্লকেই এই কাজ করা হচ্ছে।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওই সমস্ত আবর্জনা সংগ্রহ করে কাশিমপুর এলাকায় প্রকল্পের জন্য তৈরি করা ঘরে নিয়ে আসবেন। সেখানে জৈব ও অজৈব জঞ্জালকে আলাদা করা হবে।
অজৈব পদার্থ পরবর্তীতে বিক্রি করা হবে। পাশাপাশি জৈব পদার্থকে পচিয়ে কেঁচোসার উৎপাদন করা হবে। যা বিক্রি করে আয় হবে। হেমতাবাদ ব্লকে এমন একটি প্রকল্প শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।এর আগে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত ও চোপড়া ব্লকের চোপড়া গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প চালু করা হয়েছে। এবার হেমতাবাদ ব্লকে এই প্রকল্প চালু করা হল। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি পৌঁছে এখন থেকে জঞ্জাল সংগ্রহ করা হবে।এজন্য ই-রিকশর ব্যবস্থা করা হয়েছে।