কালিয়াগঞ্জ ক্রিকেটে রায়গঞ্জ আরিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান
1 min readতপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ।কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাব পরিচালিত দুদিন ব্যাপী দিবারাত্রি ১৬দলীয় ক্রিকেটের রবিবার গভীররাতের ফাইনাল খেলায় চ্যাম্পিয়নের মর্যাদা পেল রায়গঞ্জের আরিয়ান স্পোর্টিং ক্লাব। জানা যায় ফাইনাল খেলায় রায়গঞ্জ আরিয়ান স্পোর্টিং ক্লাব নির্ধারিত ওভারে ৯৮ রান করে রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী ক্লাবের কাছে৯৯ রানের লক্ষ মাত্রা রাখে।এরপরকালিয়াগঞ্জ রাষ্ট্রীয় আদর্শ প্র
তিবন্ধী সমিতি 99রানেরজবাবে মাত্র ৪০ রান করেই তদের খেলারসমাপ্তি ঘটিয়ে দেয়।
তিবন্ধী সমিতি 99রানেরজবাবে মাত্র ৪০ রান করেই তদের খেলারসমাপ্তি ঘটিয়ে দেয়।
রবিবার গভীর রাতেখেলা শেষে বিজয়ীচ্যাম্পিয়ান ও রানার্স দলের হাতে স্বর্গীয় রেবা রানিসরকার স্মৃতি চ্যাম্পিয়ান ও স্বর্গীয় বিমল চন্দ্র সরকার স্মৃতি রানার্স ট্রফি তুলেদেন ত্রিধারা ক্লাব কর্তৃপক্ষ।অপর দিকে ম্যানঅব দি সিরিজের স্বর্গীয় কস্তুভি মোদক
স্মৃতি পুরস্কার ও নগদ একহাজার টাকা তুলে দেন রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী ক্লাবের শুভমের হাতেতৃনমূল কংগ্রেসের যুব নেতা পিন্টু মোদক।ক্রিকেট খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজ মানিহিসাবে যথাক্রমে ১৫হাজার ও ১০হাজার টাকা করে তুলেদেওয়া হয় বলে ক্লাব সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী সুজিতসরকার।
স্মৃতি পুরস্কার ও নগদ একহাজার টাকা তুলে দেন রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী ক্লাবের শুভমের হাতেতৃনমূল কংগ্রেসের যুব নেতা পিন্টু মোদক।ক্রিকেট খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজ মানিহিসাবে যথাক্রমে ১৫হাজার ও ১০হাজার টাকা করে তুলেদেওয়া হয় বলে ক্লাব সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী সুজিতসরকার।