রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী তার সাড়ে তিন বছরের রায়গঞ্জের কাজের ফিরিস্তি রিপোর্ট কার্ড প্রকাশ করলেন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ২০ জানুয়ারি_সোমবার উত্তর দিনাজপুর জেলার প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী তার সাড়ে তিন বছরের বিধায়কের সময়ের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজের ফিরিস্তি দিয়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হল বইয়ের মধ্য দিয়ে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন নিজের সমস্ত রায়গঞ্জের মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ করেছে বা এখনও করে চলেছে তার পুরো হিসাবটাই এখানে দেওয়া হয়েছে। কেরিয়ান অবুঝ না বলতে পারে যে কোন কাজ না করি রায়গঞ্জের বিধায়ক শুধু ভাষণের মধ্য দিয়ে সাড়ে তিন বছর কাটিয়েছেন। তিনি বলেন তাই রায়গঞ্জের বিধায়ক রায়গঞ্জের কাজের রিপোর্ট কার্ড মানুষকে দেখানোর জন্যই তা প্রকাশ করলেন।
কোন কাজটা ভালো হয়েছে কোন কাজটা খারাপ হয়েছে এটাও জানা দরকার। রায়গঞ্জের সাধারণ মানুষের যদি আর কোন উন্নয়নমূলক কাজের দাবি থাকে সেই দাবিভিত্তিক কাজ অবশ্যই করা হবে। হলে কৃষ্ণ কল্যানি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ অনেকেই। কৃষ্ণ কল্যানী রায়গঞ্জের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করায় সাধারণ মানুষ খুশি বলে কৃষ্ণ কল্যানী জানান। কৃষ্ণ করলে নিজে না যদি সত্যি কারের মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে তাহলে কাজ অবশ্যই করা যায়। থাকতে হবে কাজ করার মত আন্তরিকতা। মানুষের পাশে কাজ করার মত সবার আগে প্রয়োজন কাজ করার আন্তরিকতা ও মানসিকতা। তিনি বলেন রায়গঞ্জের মানুষ তাকে কাজের জন্যই নির্বাচিত করেছেন। সেই মানুষগুলোর আশা-আকাঙ্ক্ষা দাবি অনেক কিছুই থাকতে পারে এবং সেগুলোই তাদের সমস্যার সমাধান যত্রতা পারা যায় ততটাই আমি করেছি। তবে কাজের মানুষ হিসেবে কৃষ্ণ কল্যাণী তথা রায়গঞ্জের বিধায়ক ইতিমধ্যেই যে স্বীকৃতি পেয়েছে তাv উপনির্বাচনে জিতে তা দেখিয়ে দিয়েছেন।