December 3, 2024

কালিয়াগঞ্জে বই মেলা উপলক্ষে মহকুমা শাসক ও চেয়ারম্যানের উপস্থিতিতে সমস্ত প্রতিনিধিদের নিয়ে বৈঠক

1 min read

কালিয়াগঞ্জে বই মেলা উপলক্ষে মহকুমা শাসক ও চেয়ারম্যানের উপস্থিতিতে সমস্ত প্রতিনিধিদের নিয়ে বৈঠক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ ডিসেম্বর: সোমবার এবছর উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে।আগামী ৩০ সে ডিসেম্বর থেকে ৩০ তম বই মেলা চলবে ৫ ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত। বইমেলাকে ঘিরে সোমবার কালিয়াগঞ্জ পৌরসভার বিবেকানন্দ হলে এক বিরাট বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রাম নিবাসাহা, পৌরসভার উপ পৌর পিতা ঈশ্বর রজক, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, জেলা লাইব্রেরিয়ান দেবব্রত দাস কালিয়াগঞ্জ পৌরসভার নির্বাহী আধিকারিক মদন মন্ডল,

বর্ষিয়ান কমিশনার বসন্ত রায় এবং রথীন্দ্রনাথ গুহ। বইমেলার এই মিটিংয়ে মোট ৯টি গুরুত্বপূর্ণ সাব কমিটি তৈরি করা হয়। প্রতিটা কমিটির দায়িত্ব এক একটি কনভেনার এর উপরে নাস্ত করা হয়। কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রাম নিবাস সাহা কালিয়াগঞ্জের ঐতিহ্যকে সামনে রেখে আমাদের এগোতে হবে। কালিয়াগঞ্জের বইমেলা তার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন উত্তর দিনাজপুর বই মেলার ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। যাদের উপর যে ধরনের দায়িত্ব দেওয়া হল সবাইকে নিজ নিজ দায়িত্ব নিজের মনে করে পালন করে দেখিয়ে আমাদের জেলা বইমেলাকে সফল করতেই হবে। যাতে আমরা সুন্দর করে আমাদের বইমেলাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারি। সোমবার থেকে শুরু হয়ে গেল কালিয়াগঞ্জ শহরে বইমেলাকে নিয়ে ব্যাপক তৎপরতা। কালিয়াগঞ্জের বিশিষ্ট সাহিত্যিক ড: কাঞ্চন দে বলেন চার বছর পর আমরা আবার আরেকটি বইমেলা দেখবার সুযোগ পাছি।এটা আমাদের কাছে বড় পাওনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *