অপরাজিতা বিল আইনের স্বীকৃতি পেলে বিজেপির অনেক নেতার ফাঁসি হতে পারে বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
1 min readঅপরাজিতা বিল আইনের স্বীকৃতি পেলে বিজেপির অনেক নেতার ই ফাঁসি হতে পারে বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
অপরাজিতা বিল আইনের স্বীকৃতি পেলে বিজেপির অনেক নেতার ফাঁসি হতে পারে বলে জানালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন কেন্দ্রীয় সরকার অপরাজিতা বিল কে আইনের স্বীকৃতি দিতে চাচ্ছে না। তারা ভালো করেই জানে উত্তরপ্রদেশ ,গুজরাট ও পাঞ্জাবে অনেক বিজেপি নেতা আছে যাদের বিরুদ্ধে ধর্ষণ সহ নানান ধরনের নারী ঘটিত অনেক কেস রয়েছে,
গিয়ে কেস গুলো এখন ধামাচাপা অবস্থায় রয়েছে। কিন্তু এই অপরাজিতা বিল যদি পাশ হয় তখন এই কেসগুলোর আবার শুনানি শুরু হবে তখন বিজেপির অনেক নেতার যাবজ্জীবন কারাদণ্ড এমনকি অনেকের ফাঁসি ও হতে পারে। কৃষ্ণ কল্যাণী বলেন মহিলাদের নিরাপত্তার সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই বিধানসভায় অপরাজিতা বিল পাস করে কেন্দ্রে পাঠিয়েছে। কিন্তু সেই বিল কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিচ্ছে না। এই স্বীকৃতির দাবি নিয়ে তারা আজ বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের পক্ষ থেকে বিক্ষোভ জানিয়েছে।