হোমের ২৪ জন আবাসিক ভাইদের ফোটা দিলেন হোমের ভাইদের সীতা দিদি
1 min readহোমের ২৪ জন আবাসিক ভাইদের ফোটা দিলেন হোমের ভাইদের সীতা দিদি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের জেলা শিশু কল্যাণ সমিতির অধীনে থাকা ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সি এন সি পি বয়েজ হোমের ২৪ জন আবাসিক শিশু কিশোরকে রবিবার ফোটা দিল হোমের সবার ভালোবাসার সীতা দিদি। জানা যায় সীতা দিদি হোমের রান্নার সাথে যুক্ত একজন কর্মী।উত্তর দিনাজপুর জেলার কিছু কল্যাণ সমিতির অধীনে থাকা ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বয়েজ হোমের সুপারভাইজার তপন কুমার মাইতি বলেন হোমের কর্মীরা নিজেরাই নিজেদের মতো করে প্রতিবছরের মতো এবারও হোমে ভাই ভোটার আয়োজন করেছে।তিনি বলেন হোমে ভাইফোঁটা উপলক্ষ্যে এদিন হোমের আবাসিকদের জন্য ভাইফোঁটা উপলক্ষ্যে নানান ধরনের পদের আয়োজন করা হয়েছে।হোমের সুপার ভাইজার তপন মাইতি বলেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বু অসহায় ও অনাথ শিশু কিশোরদের উদ্ধার করে ভারত সেবাশ্রমে অবস্থিত সি এন সি পি বয়েজ হোমে রাখার ব্যাবস্থা করা হয়।
তিনি বলেন এই হোমে ৭ থেকে ১৭ বযরবিবার হোমের ভাইদের কপালে ফোটা দেবার জন্য হোমের সবার দিদি সীতাদি সকাল থেকে উপোস করে ছিল।সকালে স্নান সেরে হোমের ২৪ জন আবাসিকরা হোমের ভেতরের বারান্দায় চাদর পেতে নুতন জামা প্যান্ট পড়ে সারিবদ্ধভাবে বসে যায় সীতা দিদির হাতে ফোটা নেবার জন্য হোমের ভেতরে শাখ, উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে যায় ভাই ফোটার সেই সন্ধিক্ষণ। হোমের ছোট ভাইদের মঙ্গল কামনায় তিনবার থালা ঘুরিয়ে ভাইদের কপালে চন্দনের ফোটা,শিশির, দই কাজলের ফোটা দেবার সাথে প্রদীপের উষ্ণতা ছুঁইয়ে দেয় ভাইদের কপালে এক এক করে সীতা দিদি।ধান দূর্বা দিয়ে ভাইদের আশীর্বাদ করেন সীতাদি।ভাইফোঁটা শেষে ভাইদের মিষ্টি মুখ করিয়ে দেন সীতা দি। পরে নানান ধরনের খাবারের ব্যবস্থা করা হয় আবাসিক ভাইদের জন্য। দিদির হাতে ফোটা নেবার জন্য রবিবার সকাল থেকে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের কুনোর ভারত সেবা শ্রম সংঘ পরিচালিত চাইল্ড নিড ইন কেয়ার এন্ড প্রটেকশন বয়েজ হোমের আবাসিকদের মধ্যে আনন্দের সীমা ছিলনা।