October 23, 2024

কালিয়াগঞ্জ কলেজে নুতন অধ্যক্ষ পদে যোগ দিলেন ড: বিপুল কুমার মণ্ডল

1 min read

কালিয়াগঞ্জ কলেজে নুতন অধ্যক্ষ পদে যোগ দিলেন ড: বিপুল কুমার মণ্ডল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩সেপ্টেম্বর:কালিয়াগঞ্জ কলেজের নুতন অধ্যক্ষ পদে নিযুক্ত হলেন কালিয়াগঞ্জ কলেজেরই ইতিহাস বিভাগের প্রধান তথা কলেজের ছাত্র ছাত্রীদের সবার প্রিয় ড: বিপুল কুমার মণ্ডল।প্রাক্তন অধ্যক্ষ ড: পীযূষ কুমার দাসের কার্য্য কালের মেয়াদ শেষ হয় গত শনিবার।সোমবার দায়িত্ব বুঝে নেন বিদায়ী অধ্যক্ষ ড:পীযূষ কুমার দাসের কাছ থেকে নব নিযুক্ত ভারপ্রাপ্ত কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড:বিপুল কুমার মণ্ডল।দায়িত্ব নিয়েই কালিয়াগঞ্জ কলেজের নুতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড:বিপুল দাস বলেন কলেজের তার প্রিয় ছাত্র ছাত্রী,অধ্যাপক তথা কালিয়াগঞ্জ শহরের শান্তিপ্রিয় অভিভাবকদের সবার সহযোগিতা নিয়ে এই কলেজের পড়াশোনার মানোন্নয়ন সাথে কলেজের বিভিন্ন উন্নয়নমুলক কাজ করবেন বলে তিনি জানান।

কালিয়াগঞ্জ কলেজের নুতন অধ্যক্ষ ড:বিপুল কুমার মণ্ডল ইতিমধ্যেই বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছেন যার মধ্যে উত্তরবঙ্গ চর্চা বইটি উল্লেখ্য যোগ্য। যার মধ্যে আছে উপনিবেশিক থেকে সাম্প্রতিক উপনিবেশিক সময়ের কৃষক ও গণমুখী আন্দোলন, নীল চাষ ও নীল বিদ্রোহের প্রেক্ষাপটে দিনাজপুর জেলা,সমাজ সংস্কার আন্দোলনে উত্তরবঙ্গের মত গুরুত্বপুর্ন লিখা।বিপুল কুমার মণ্ডল ২০০৫ সালে কালিয়াগঞ্জ কলেজে অধ্যাপনার কাজে যোগ দিয়ে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথেই এই কলেজে অধ্যাপনার কাজ করে আসছিলেন।

ড: বিপুল কুমার মণ্ডল কালিয়াগঞ্জ কলেজের দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন বিশিষ্ট জনেদের মধ্যে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ বেশ কিছু কমিশনারগণ তাকে অভিনন্দন জানান বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *