অমৃত ভারত প্রকল্পের রেল উন্নয়নের কাজ নিম্ন মানের হবার প্রতিবাদে রেল স্টেশনে সিপিআইএম এর ডেপুটেশন
1 min readঅমৃত ভারত প্রকল্পের রেল উন্নয়নের কাজ নিম্ন মানের হবার প্রতিবাদে রেল স্টেশনে সিপিআইএম এর ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পে কালিয়াগঞ্জ রেল স্টেশনে যে উন্নয়ন মূলক কাজ চলছে যা অত্যন্ত নিম্ন মানের।এর প্রতিবাদে সোমবার কালিয়াগঞ্জ বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজারের নিকট একটি জোরালো ডেপুটেশন দেওয়া হয়।বামফ্রন্টের পক্ষ থেকে এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা মনোরঞ্জন পাটোয়ারী,দেবাশীষ পাট্টা দার সহ বিশিষ্ট বামফ্রন্ট নেতৃত্ব।
তাদের দাবি অবিলম্বে সাধারন মানুষের স্বার্থের কথা ভেবে কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের কাজ উন্নত মানের করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।ডেপুটেশন কারীদের অন্য দাবির মধ্যে যে দাবি গুলি ছিল সেগুলি হল লোকসভা নির্বাচনের পূর্বে রেল দপ্তর থেকে রাধিকাপুর _দিল্লী গামী বন্ধ থাকা ট্রেনটি চালু করার যে নির্দেশ আসে সেটি অবিলম্বে কার্যকর করতে হবে,রেলের টিকিট নিয়ে এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা যে ব্ল্যাক করছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার ডেপুটেশন গ্রহণ করে ডেপুটেশনকারিদের উদ্দেশ্যে বলেন কালিয়াগঞ্জ স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে সেই কাজ করছে রেলের দ্বারা নিয়োগপ্রাপ্ত ঠিকাদার।আমাদের সাথে সেই সব ঠিকাদারদের কোন সম্পর্কই নেই।তবুও আমি আপনাদের ডেপুটেশন যথেষ্ট গুরুত্ব দিয়ে কাটিহার ডিভিশনের ডি আর এমের কাছে পাঠিয়ে দেব যাতে অভিযোগের তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহণ করতে পারে।স্টেশন ম্যানেজারের সাথে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রেলের আর পি এফ ইন্সপেক্টর বিনীত কুমার।