অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জ রেল স্টেশনের খোল নালচে পাল্টিয়ে দেবার দ্রুত কাজ চলছে
1 min readঅমৃত ভারত রেল প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জ রেল স্টেশনের খোল নালচে পাল্টিয়ে দেবার দ্রুত কাজ চলছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ মে:অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জ রেল স্টেশন অন্তর্ভুক্ত হওয়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নের কাজ দিন রাত এক করে চলছে।বৃহস্পতিবার কালিয়াগঞ্জ রেল স্টেশনে গিয়ে দেখা যায় একদিকে দ্বিতীয় ফুট ব্রীজ তৈরির যেমন চলছে তেমনি কালিয়াগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উচু করবার জন্য প্ল্যাটফর্মে প্রচুর মাটি ফেলা হয়েছে।চলছে মাটির নিচ থেকে গাঁথুনির কাজ।কালিয়াগঞ্জ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দুই দিকে আরো ব্যাপক সম্প্রসারনের কাজও দিনরাত চলছে। জানা যায় স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের শেড বিহীন প্ল্যাটফর্মে নুতন করে শেড দেবার কাজও শুরু হয়েছে বিদায়ী বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর আন্তরিক তৎপরতায় কালিয়াগঞ্জ রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে রেল স্টেশনকে অত্যাধুনিক স্টেশনের রূপ দেবার পরিকল্পনা অনেক দিন আগে থেকেই চলছিল।
জানা যায় কালিয়াগঞ্জ রেল স্টেশনকে অত্যাধুনিক রেল স্টেশনে রূপ দিতে সেখানে যেমন এক্সসেলেটর বসবে তেমনি বয়স্ক যাত্রীদের সুবিধার্থে স্টেশন চত্বরে লিফ্ট বসানো হবে বলে জানান কালিয়াগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার।তিনি বলেন স্টেশনের কাজ যে গতিতে চলছে তাতে করে আগামী ছয় মাসের মধ্যে স্টেশনের চেহারা অনেকটাই পাল্টে যাবে বলে মনে করছেন স্টেশন।ম্যানেজার পঙ্কজ কুমার।রেল সূত্রে জানা যায় কালিয়াগঞ্জ _বুনিয়াদপুর রাজ্য সড়ক থেকে রেল স্টেশনে ঢুকতেই সেখানে রেলের জমিতে বসা দোকানগুলি উঠিয়ে দিয়ে সেই জমির চারধারে প্রাচীর দেবার কাজ হবে।স্টেশনে ঢুকতেই উত্তর দিনাজপুর জেলার লোকশিল্পের সাথে মুখোশ শিল্পের ছবি সহ জেলার বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থানের ছবি থাকবে।কালিয়াগঞ্জ _বুনীয়দপুর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনের উন্নয়নে যে ভাবে দ্রুত কাজ চলছে এর জন্য প্রথমেই রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে ধন্যবাদ দিতেই হবে।করেন উনার তৎপরতায় কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে আসার সুযোগ পেয়েছে।তিনি বলেন রায়গঞ্জের নুতন যে সাংসদই আসবেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি প্রথমেই কালিয়াগঞ্জ_বুনীয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ ও রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতে যাবার একটি ট্রেন চালু করবার দিকে দৃষ্টি দেবেন উত্তর দিনাজপুর জেলার সাধারন মানুষদের স্বার্থে।