December 22, 2024

শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বেআইনি টোটো। আর তাতেই সমস্যায় পড়ছে সিটি অটো চালকেরা।

1 min read

শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বেআইনি টোটো। আর তাতেই সমস্যায় পড়ছে সিটি অটো চালকেরা।

শিলিগুড়ি(news asia):-শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বেআইনি টোটো। আর তাতেই সমস্যায় পড়ছে সিটি অটো চালকেরা। ফলে প্রতিনিয়ত লোকসানে স্বীকার হচ্ছে অটো চালকেরা। শিলিগুড়ির অধিকাংশ প্রধান সড়ক গুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের ইতিমধ্যে সেই নিষেধাজ্ঞা জারি করে রাস্তার উপর লাগিয়ে দেওয়া হয়েছে বোর্ড।

 

তাতেও কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে এই অবৈধ টোটো। অভিযোগ একদিকে যেমন ট্রাফিক আইন মানছে না এই টোটো । তেমনি শহরে অবৈধ টোটোর ভিড় বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট বাড়ছে শহরে। ভেনাস মোড় বিধান রোড সিটি অটো অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *