মদ তৈরির উপকরণ বাজেয়াপ করল আবগারি দপ্তর।
1 min readমদ তৈরির উপকরণ বাজেয়াপ করল আবগারি দপ্তর।
প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে শনিবার সকাল থেকে রাত অবধি বীরপাড়া, মালবাজার, বানারহাট এবং নাগরাকাটা আবগারি দপ্তর যৌথ অভিয়ান চালিয়ে মাদারিহাট বীরপাড়া ও ফালাকাটা ব্লকের শেরপা বাজার, যোগীধুরা, সরুগাও এবং চেক পোস্ট এলাকায় অভিয়ান চালিয়ে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ করল আবগারি দপ্তর।
এদিন আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সাহেব আলীর নেতৃত্ব এবং বীরপাড়া আবগারি দপ্তরের ওসি দীপক কুমার সাহার উপস্থিতে ২ হাজার ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,১৩৫ লিটার চোলাই মদ এবং ৬ লিটার ভুটান বেয়ার বাজেয়াপ্ত করা হয় বলে জানান বীরপাড়া আবগারি দপ্তরের ওসি দীপক কুমার সাহা। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। অভিয়ান চালিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।