ধামজার নবনির্মিত সুস্বাস্থ্য ভবনের চাবি বি এম ও এইচের হাতে তুলে দিল ব্লক প্রশাসন
1 min readধামজার নবনির্মিত সুস্বাস্থ্য ভবনের চাবি বি এম ও এইচের হাতে তুলে দিল ব্লক প্রশাসন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮ নভেম্বর: আরআইডিএফ্ তহবিলের অর্থে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে ধামজায় এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়।এই সুস্বাস্থ্য কেন্দ্রটি গড়তে মোট ব্যয় হয় ২৯.৫লক্ষ টাকা।
স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ কাজ শেষ হয়ে গেলে সোমবার বিকেলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিহিরন্ময় সরকার এবং কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায় এই সুস্বাস্থ্য কেন্দ্রের চাবির গোছা কালিয়াগঞ্জ ব্লকের বি এম ও এইচ ডা: শেখ মুজরাইল রহমানের হাতে তুলে দেন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(বাপ্পা)বলেন আমরা আজকে সুস্বাস্থ্য কেন্দ্রটি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দিলাম।খুব শীগ্রই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সু স্বাস্থ্য কেন্দ্রটি ধামজার জনগণের উদ্দেশ্যে উপহার দেবেন বলে জানান।এ ব্যাপারে ফতেপুর এলাকার বাসিন্দা কুলেন রায় বলেন সরকার থেকে আমাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি করার ফলে এই এলাকার প্রচুর দুঃস্থ মানুষদের উপকার হবে।তিনি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকারকে এই উদ্যোগ নেবার জন্য ধন্যবাদ জানান।