December 21, 2024

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে সপ্তম বর্ষ পূর্তি উৎসব

1 min read

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে সপ্তম বর্ষ পূর্তি উৎসব

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১নভেম্বর: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে উত্তরণ- ২০২৩ অনুষ্ঠিত হলো বিভাগের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে। অনুষ্ঠানটির আয়োজিত করা হয় নবাগত স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে, তৎসহ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কম্পিউটার এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের সপ্তম বর্ষপূরণ উপলক্ষে। এই পিজি ডিপার্টমেন্ট টি ২০১৬ সালের ৯ নভেম্বর যাত্রা শুরু করে, এমএসসি সিআইএস প্রোগ্রামের মাধ্যমে। বর্তমানে সিআইএস বিভাগে স্নাতক,স্নাতকোত্তর ও গবেষণা মিলিয়ে মোট ছয়টি একাডেমিক প্রোগ্রাম চলছে। গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি পড়াশোনা ও গবেষণামূলক কাজে বিশ্ববিদ্যালয় ও রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বর্ষপূর্তি উপলক্ষে আমন্ত্রিত বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন প্রফেসর. সুকান্ত কুমার নস্কর, প্রফেসর ও হেড, ডিপার্টমেন্ট অফ এডুকেশন ও ম্যানেজমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিকাল টিচার্স এন্ড রিসার্চ। (মিনিস্ট্রি অফ এডুকেশন, গভমেন্ট অফ ইন্ডিয়া) কলকাতা।এছাড়াও অনুষ্ঠানটি উপলক্ষে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসার দীপক কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের ডিন প্রফেসার শকুন্তলা গুপ্ত, বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের ডিন প্রশান্ত কুমার মহলা, IQAC ডিরেক্টর প্রফেসর. সুব্রত সাহা, এই বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর কালিশংকর তিয়ারী, বিশ্ববিদ্যালয়ের ,

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ দুর্লভ সরকার। তারা অনুষ্ঠানটির প্রশংসা ও শুভকামনা করেন এবং তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য দীপক কুমার রায় মহাশয় এই অনুষ্ঠানটির ভুয়সী প্রশংসা করেন ও উত্তরণ শব্দটির বুৎপতি গত অর্থ সমস্ত ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানটির শুরু হয় জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে। বিভাগের ছাত্র-ছাত্রীরা যদিও কেক কাটার মাধ্যমে বিভাগের সপ্তম বর্ষবরণ অনুষ্ঠানটিকে উদযাপন করেন।প্রসঙ্গত বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ডঃ প্রাণতোষ কুমার পাল ও উত্তরণের ডিরেক্টর তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয়।উত্তরণের এই অনুষ্ঠানটিতে জেনারেল চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন ডঃ লক্ষ্মীনারায়ণ সাহু ও বিভাগের অন্যান্য শিক্ষিক- শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী তপন নাগ ও শ্রী সুরণজিৎ দত্ত মহাশয়। এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অধ্যাপকেরা নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের উদ্দেশে জানান আগামী দিনে চলার পথে কি করে তারা পড়াশোনাকে আরো ভালো পথে এগিয়ে নিয়ে যেতে পারবে ও জীবনের মূল উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হবে, সেই বিস্ময়ে অধ্যাপকেরা আলোকপাত করেন। বিভাগের বর্তমান প্রধান ডঃ প্রাণতোষ কুমার পাল এবং ডঃ লক্ষ্মীনারায়ণ সাহু ছাত্র-ছাত্রীদের অবগত করান বিশ্ববিদ্যালয় কি কি বিভাগ রয়েছে ও কোন কোন সেকশন কি রয়েছে এবং কোন কোন বিভাগ ও সেকশনের কি কি কাজ. পরিচালনা হয়।এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং সেখানে তারা গান, কবিতা ও বিভিন্ন শিক্ষামূলক বিষয়ের উপর বক্তব্য পেশ করেন। যেহেতু এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে সেই কারণবশত বিভাগের প্রত্যেকটি ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পেরেছে। এবং বিভাগের বর্তমান প্রধান ডঃ প্রাণতোষ কুমার পাল জানান, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদের সবাইকেই উপস্থিত শংসাপত্র দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।প্রসঙ্গত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে সর্বাধিক ইউজি ও পিজি পাঠক্রম রয়েছে। এখানেই ইউজি পাঠক্রমের মধ্যে রয়েছে বিসিএ (দিবাকালীন ও সন্ধ্যাকালীন), বিএসসি কম্পিউটার সাইন্স তেমনি পিজি পাঠক্রমের মধ্যে রয়েছে এমএসসি কম্পিউটার এন্ড ইনফরমেশন সাইন্স ও এমএসসি কম্পিউটার সাইন্স। প্রসঙ্গত ২০১৬ সালের ৯ নভেম্বর এমএসসি ইন কম্পিউটার এন্ড ইনফর্মেশন সায়েন্সের মাধ্যমে এই বিভাগের পোস্টগ্রাজুয়েট শাখায় পড়াশোনা শুরু হলেও বর্তমানে সব মিলিয়ে এই বিভাগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আগামী দিনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শকুন্তলা গুপ্তা, অধ্যাপক প্রশান্ত কুমার মহলা জানান কিভাবে ছাত্র-ছাত্রীদের নিজেদের ক্যারিয়ার গঠনে এই বিভাগ সাহায্য করতে পারে। কিভাবে তারা ভবিষ্যতে একজন ভালো ব্যক্তি, ভালো গবেষক, তথ্যপ্রযুক্তিগত হয়ে উঠতে পারে এই বিষয়ে আলোকপাত করেন। তারা বক্তব্য রাখতে গিয়ে জানান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে সমস্ত সাহায্য বা সুযোগ-সুবিধা প্রয়োজন তা সমস্ত সাহায্য সুযোগ-সুবিধা তারা এই ডিপার্টমেন্ট কে প্রদান করবে। IQAC ডিরেক্টর অধ্যাপক সুব্রত সাহা, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক কালিশংকর তিয়ারী, ও বিশ্ববিদ্যালয়ের রেজি্ট্রার ড: দুর্লভ সরকার এই বিভাগে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে। প্রসঙ্গত এই দিন বিশ্ববিদ্যালয়ের গবেষক, ছাত্র-ছাত্রী ও প্রাক্তনী ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

2 thoughts on “রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফর্মেশন সাইন্স বিভাগের উদ্যোগে সপ্তম বর্ষ পূর্তি উৎসব

  1. Our partners have opened a new site vipeth.site I personally supervise the work of employees. In honor of the new year we are giving new users a registration bonus with promo code: NEWUSER24. It gives +70% on the first deposit. Soon we will introduce new artificial intelligence for better work.

  2. neko999 เพราะอะไรก็เลยจึงควรเลือกเล่น pg slot กับเรา อย่างแรกเป็นเมื่อคุณเข้ามาสมัครสมาชิกกับเรา สิ่งที่คุณจะได้รับจากเราเป็นสิทธิพิเศษกว่าเว็บสล็อตpg เว็บอื่นๆด้วยบริการที่สุดยอด

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *