October 24, 2024

কালিয়াগঞ্জে অনূর্ধ্ব সাব জুনিয়ার খো খো খেলায় পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়নের মর্যাদা ছিনিয়ে নিল ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা_

1 min read

কালিয়াগঞ্জে অনূর্ধ্ব সাব জুনিয়ার খো খো খেলায় পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়নের মর্যাদা ছিনিয়ে নিল ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা

শুভ আচার্য্য ,কালিয়াগঞ্জ,৩ আগস্ট: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের লক্ষীপুর মহিমচন্দ্র বিদ্যা ভবনের মাঠে অনুষ্ঠিত হল ১ দিনের উত্তর দিনাজপুর জেলা অনুর্ধ ১৪ সাব জুনিয়ার খো খো খেলা। উভয় বিভাগে ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

 

 

পুরুষ বিভাগে ডা লিমগাও উচ্চ বিদ্যালয় ভরত পুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে যেমন চ্যাম্পিয়নের গৌরব ছিনিয়ে নেয় ঠিক তেমনি ভাবেই ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের মেয়েরা লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের মেয়েদের হারিয়েও চ্যাম্পিয়নের গৌরব অর্জন করায় ডালিমগাওয়ে খুশির বন্যা বইয়ে যায়।

 

আজকের এই খেলারউদ্বোধন করেন লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের প্রধান শিক্ষক তথা অর্গানাইজিং সেক্রেটারি সুজিত পাল।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর গুহ, উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তথা সাংবাদিক তপন চক্রবর্তী,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তমাল পাটটাদার,বিশিষ্ট সমাজসেবী অমিতাভ গোস্বামী সহ অনেকেই।উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস জানান পুরুষ ও মহিলা মিলে মোট ১১টি খো খো দল উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে এই খেলায় অংশ্রহণ করে।বরুণ বাবু বলেন উত্তর দিনাজপুর জেলার খো খো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খেলার অনুষ্ঠানে মোট ৯জন জাতীয় স্তরের খো খো খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়।যারা অত্যন্ত গরীব ঘরের ছেলেমেয়ে।তিনি বলেন খো খো বর্তমানে আন্তর্জাতিক স্তরের খেলার স্বীকৃতি পেয়েছে।খো খো খেলাকে ছোট করে দেখার কোন ব্যাপার নয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত পাল বলেন আমাদের জেলার অনেক প্রতিভাবান খো খো খেলোয়াড় আছে। কিন্তু আমরা তাদের সেই ভাবে খেলার কোন ব্যাবস্থা সেই ভাবে করে দিতে পারিনি।আমাদের প্রতিটি বিদ্যালয়ের ছেলেমেয়েদের খো খো খেলার প্রতি আগ্রহ যাতে বৃদ্ধি পায় সেদিকে দৃষ্টি দেবার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।

 

 

সংস্থার সভাপতি প্রবীর গুহ বলেন উত্তর দিনাজপুর খো খো ো অ্যাসোসিয়েশনের প্রাণ পুরুষ তথা সম্পাদক বরুণ দাস খো খো খেলার প্রতি উত্তর দিনাজপুর জেলার ছেলেমেয়েরা যাতে এগিয়ে যায় তার জন্য সদা সর্বদা চেষ্টা করে চলছে।জেলার ছেলেমেয়েরা খো খো খেলায় জাতীয় স্তরে খেলার সুযোগ পাবার পরেও খো খো খেলার উন্নয়নে সেই ভাবে সাহায্য সহানুভূতি যে ভাবে পাওয়া উচিত ছিল সে ভাবে পাওয়া যাচ্ছেনা।আমরা চাই খো খো খেলার উন্নয়নে সবাই

 

 

 

এগিয়ে এসে এই খেলাকে আরো জনমুখী কি ভাবে করা যায় তার চেষ্টা করি বলে তিনি তার ভাষণে বলেন।তিনি লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যদের অভিনন্দন জানান তাদের বিদ্যালয়ে এই খেলার অনুমতি ও বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য।উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস বলেন খো খো খেলার উন্নয়নে বিশিষ্ট ব্যাক্তিরা এগিয়ে আসুন।এই সংস্থায় আর্থিক সাহায্যের যেমন প্রয়োজন আছে তেমনি কায়িক পরিশ্রম দেবার মত কর্মঠ মানুষদের ভীষন প্রয়োজন।তিনি বলেন অনেক প্রতিভার বিকাশ ঘটতে পারে আমরা যদি এই খেলার প্রতি যত্নবান হতে পারি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লক্ষীপুর এম সি বিদ্যভবনের প্রধান শিক্ষক সুজিত পাল,ডালিমগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক সহ বিশিষ্ট ব্যক্তিগন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *