খারিফ মরশুমে উন্নতমানের উচ্চ ফলনশীল ধানের বীজ কৃষকদের দিতে রাজ্য বীজ নিগমের উত্তর দিনাজপুর জেলার তৎপরতা শুরু _
1 min readখারিফ মরশুমে উন্নতমানের উচ্চ ফলনশীল ধানের বীজ কৃষকদের দিতে রাজ্য বীজ নিগমের উত্তর দিনাজপুর জেলার তৎপরতা শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মে, আসন্ন খারিফ মরশুমে উত্তর দিনাজপুর জেলার কৃষকদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বীজ নিগমের উত্তর দিনাজপুর জেলার জেলা বীজ নিগমের দপ্তর থেকে চাষীদের উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ দেবার জন্য ব্যাপক তৎপরতা শুরু হয়েছে বলে জেলা ম্যানেজার গোপাল ঘোষ জানান।তিনি বলেন চাষীরা যাতে সহজেই জানতে পারে তার জন্য সর্বত্র মাইকের মাধ্যমে প্রচারের ব্যাবস্থা করাও হয়ছে।
উত্তর দিনাজপুর জেলার চাষীরা যাতে জেলায় অধিক ফলন ফলাতে পারে সেই কারনে রাজ্যে বীজ নিগমের উত্তর দিনাজপুর জেলা দপ্তর থেকে ন্যায্য মূল্যে ধানের বীজ চাষীদের মধ্যে বিক্রয় করা শুরু হয়েছে বলে জানালেন রাজ্য বীজ নিগমের উত্তর দিনাজপুর জেলার ম্যানেজার গোপাল ঘোষ।তিনি বলেন রায়গঞ্জের উদয়পুর কৃষি দপ্তরের অফিস থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত কৃষকরা বীজ সংগ্র করতে পারবে।তিনি বলেন রাজ্য বীজ নিগমের জেলা অফিস (বিক্রয় কেন্দ্র)থেকে ২৫ কেজি,১০ কেজি ও ৬ কেজি হিসাবে এই উন্নত মানের লাল স্বর্ণ(এম টি ইউ ৭০২৯)ডি আর আর _৪৪,এম টি ইউ ১০১০,এস এস ১ এবং ধীরেন জাতের বীজ বিক্রয় করা হচ্ছে।
промокод 1хбет https://www.nominal.su/cart/pag/promokod__260.html
1xbet промокод при регистрации http://hammill.ru/pages/pgs/besplatnuy_promokod_pri_registracii.html
1xbet промокод при регистрации http://www.solyaris.ru/imgbig/pages/?besplatnuy_promokod_pri_registracii.html
промокод при регистрации 1xbet на сегодня https://gravescare.com/tests/pgs/promokod_259.html
промокод для 1 x bet http://thefirmwarefile.com/pag/promokod_260.html
1хбет промокод https://cupedoors.ru/images/pages/?besplatnuy_promokod_pri_registracii.html