রায়গঞ্জ বিধান মঞ্চে চৈতন্য সাহিত্য সন্মান ও গ্রন্থ প্রকাশ”আমরা দুজনে”_
1 min readরায়গঞ্জ বিধান মঞ্চে চৈতন্য সাহিত্য সন্মান ও গ্রন্থ প্রকাশ”আমরা দুজনে”
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪মে:সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান মঞ্চে চৈতন্য সাহিত্য পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে চৈতন্য সাহিত্য সন্মান ও গ্রন্থ প্রকাশ “আমরা দুজনে”অনুষ্ঠিত হল।গোস্বামী দম্পতি কমলেশ গোস্বামী ও সুনন্দা গোস্বামীর গ্রন্থ প্রকাশ করলেন অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ।গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ বলেন এক মলাটে গোস্বামী দম্পতির লিখা এ বড় বিরল উদাহরন পেলাম। সচরাচর এ ঘটনা দেখা যায়না।যা আজ প্রত্যক্ষ করলাম আমার দীর্ঘ জীবনে।
গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেনরায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি,প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ অনেকেই।গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে রাজনীতি,সাহিত্য,সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯জনকে সম্বর্ধনা দেওয়া হয়।যাদের মধ্যে রয়েছেন অর্নব সেন,তরণী সেন মোহন্ত,প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত,রায়গঞ্জ পৌর সভার ত পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস,বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য,অরিন্দম সরকার,ভানু কিশোর সরকার, সুব্রত সরকার,নিশিকান্ত সিনহা,দেবাশীষ মজুমদার,সুব্রত সরকার, সহ অনেকেই। অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় অনুষ্ঠানটি আলাদা মাত্রা পায়।আমরা দুজনের লেখক দম্পতি কমলেশ গোস্বামী এবং সুনন্দা গোস্বামী বলেন আমরা দুজনে এই পৃথিবীতে এসে কিছু একটা স্মৃতি রাখতে চেয়েছিলাম সেই কাজটা যতই ছোট হোক তা করতে পেরেছি।