কালিয়াগঞ্জে গঠন হল সেভ ডেমোক্রেসির পক্ষে নাগরিক সমাজের বলিষ্ঠ কমিটি:
1 min readকালিয়াগঞ্জে গঠন হল সেভ ডেমোক্রেসির পক্ষে নাগরিক সমাজের বলিষ্ঠ কমিটি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২মে:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ এলাকায় পুনরায় শান্তি স্থাপনের উদ্দেশ্যে সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠনের জন্ম হল। জানা যায় এই সংগঠনের কাজ হবে কালিয়াগঞ্জ ব্লকে পুনরায় পূর্বের মত শান্তির ফিরে যাতে আসে সেদিকে নজর দেওয়া।সেই কাজ করতে গেলে এই সংগঠনকে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়াতে হবে,প্রশাসনের কর্মকর্তাদের কাছে শান্তি স্থাপনের জন্য আবেদনের পাশাপাশি সংস্থার সদস্যদের দ্বারা পথ নাটিকা,পথ সভা,শান্তি স্থাপনের আবেদন সম্বলিত লিফলেট প্রচারের ব্যাবস্থা করা হবে বলে বিভিন্ন বক্তা জোরালো বক্তব্য রাখেন।
মঙ্গলবারের আলোচনা সভায় বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রায়গঞ্জের সেভ ডেমোক্রেসির অন্যতম নেতা সুভাষ সাহা, কালিয়াগঞ্জ কলেজেরঅধ্যক্ষ ড:পীযুষ কুমার দাস, রায়গঞ্জের সেভ ডেমোক্রেসির বিশিষ্ট নেতা অনিরুদ্ধ সিনহা,অধ্যাপক ড:বিপুল মণ্ডল,অধ্যাপক পবিত্র বর্মন, অ্যাডভোকেট তুহিন রায় ,
গৌতম সিনহা,সুভাষ মজুমদার এবং নাট্য ব্যাক্তিত্ব বিভু ভুষন সাহা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী। চন্দন চক্রবর্তী জানান আগামী ৫ই মে সেভ ডেমোক্রেসির কালিয়াগঞ্জ নাগরিক সমাজের পক্ষে কালিয়াগঞ্জ থানায় একটি ডেপুটেশন দেওয়া হবে যার নেতৃত্ব দেবেন কলকাতা থেকে আগত চঞ্চল চক্রবর্তী।রাধিকাপুর ও সাহেব ঘাটায় এলাকায় সাধারন মানুষের পাশে যাবার কর্মসূচি আছে বলে তিনি জানান। জানা যায় মঙ্গলবার কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড:পীযুষ কুমার দাস এবং নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তীকে যুগ্ম আহ্বায়ক করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।