রাধিকাপুর – বারসই রেল রুটে আগামী ২৫ ফেব্রুয়ারি বৈদ্যুতিক রেল পরিষেবা শুরু হতে চলেছে_
1 min readরাধিকাপুর – বারসই রেল রুটে আগামী ২৫ ফেব্রুয়ারি বৈদ্যুতিক রেল পরিষেবা শুরু হতে চলেছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৬ ফেব্রুয়ারি: সামনেই দীর্ঘ গ্রীষ্মের মরশুম। অথচ রাধিকাপুর কোলকাতা এক্সপ্রেস ও কুলিক এক্সপ্রেসে বাতানুকূল কামরায় টিকিট কাটলেও ‘ওয়েটিং’ হয়ে থাকছে টিকিট। এমন অবস্থায় বয়স্ক ও চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন মারাত্মক সমস্যায়। এবার সেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এল রেলমন্ত্রক।খুব শিগগিরই কোলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ও কুলিক এক্সপ্রেসে যুক্ত হতে চলেছে একটি করে থ্রি টায়ার বাতানুকূল কামরা। রেলের এই ঘোষনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র।
তিনি বলেন, ২১ কামরার রাধিকাপুর এক্সপ্রেস ও ১৪ কামরার কুলিক এক্সপ্রেসের মোট কোচ সংখ্যা একই থাকছে। শুধু একটি করে জেনারেল কামরার জায়গায় একটি থ্রি টায়ার বাতানুকূল কামরা সংযুক্ত হবে। এতে অবশ্য সাধারণ কামরায় যাতায়াত করা যাত্রীরা বিপদে পড়বেন বলেই মনে করছেন রায়গঞ্জের প্রবীন নাগরিক যাদব চৌধুরী। তিনি বলেন, নতুন বাতানুকূল ডিব্বা প্রয়োজন ছিল, কিন্তু জেনারেল কামরা বাদ দিলে বহু মানুষের অসুবিধা হবে। উল্টোদিকে রেলের আধিকারিকদের দাবি, স্টেশন গুলোর দৈর্ঘ্য কম থাকায় নতুন কামরার জায়গা হত না।তাই আপাতত জেনারেল ডিব্বার জায়গায় বাতানুকূল কামরা দিয়ে বাড়তি চাহিদার সমস্যা পূরণ করা হল। আগামী ২৫শে ফেব্রুয়ারী রাধিকাপুর রুটে বৈদ্যুতিক রেল পরিষেবার প্রথম চার্জ করা হবে। এতে রায়গঞ্জ কোলকাতার যাত্রা পথের সময় কমবে বলেও আশাবাদী উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চ।অপর দিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল রুপায়ন ও উন্নয়ন কমিটির সভাপতি সুনীল সাহা বলেন রাধিকাপুর বারসই রেল পথের বৈদ্যুতিকরনের কাজ শেষ হওয়ায় তিনি রেল মন্ত্রক সহ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে অভিনন্দন জানান।তিনি বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী রেলের উন্নয়নের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি গুলি এক এক করে রুপায়ন হওয়ায় আমরা জেলার মানুষ প্রচন্ড খুশি।