পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির_
1 min readপুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ ফেব্রুয়ারি: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পুরিয়া মহেশপুর হাই স্কুলের ব্যাবস্থাপনা ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতায় এক দিনের একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন পুরিয়া মহেশপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত কুমার মজুমদার,উপস্থিত ছিলেন খতিবুর রহমান পঞ্চায়েত সমিতির সদস্য কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য, দিবেন্দু চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগন।
প্রধান শিক্ষক সুমিত কুমার মজুমদার বলেন তাদের বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবিরে মোট ২০০ জন রোগী এলেও ২০০ জনের মধ্যে ৫৮জনের চোখে ছানি ধরা পড়েছে।তিনি বলেন আজকেই এই ৫৮ জনকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাবে চোখের ছানি অপারেশন করবার জন্য শিলিগুড়িতে পাঠানো হবে বলে জানান।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য বলেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাবের সহযোগিতায় তাদের ছানি অপারেশন করে দুই দিনের মধ্যে কালিয়া গঞ্জের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানান।
ADOBE PREMIERE PRO CRACK | FEBRUARY 2023 UPLOAD https://youtu.be/nJhhKTPbsM4